ছন্দহীন চেলসিতে ডর্টমুন্ডের ছন্দকাটা
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে স্টামফর্ড ব্রিজে বরুশিয়া ডর্ট্মুন্ডকে ২-০ গোলের ব্যবধানে হারাতে হবে। চেলসির জন্য কাজটা মোটেই কঠিন কিছু হওয়ার কথা নয়। দুই দলের স্কোয়াডের শক্তির পার্থক্য, ঘরের দর্শক সবই ব্লুজদের পক্ষে। তবে সমসয়া একটাই, লন্ডনের জায়ান্টরা যে আর সেইক্ষুরধার মেজাজে নেই। গেল জানুয়ারিতে রেকর্ড ভেঙেচুড়ে দেয়া দলবদলের পর থেকে ছন্দে নেই চেলসি। তাই সহজ কাজটাই রইল না আর সহজ।...