ইবির মুসার বাংলা চ্যানেল জয়
বঙ্গোপাসাগরের টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্রপথ বাংলা চ্যানেল নামে পরিচিত। টানা ছয় ঘণ্টা সাঁতরে এই বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসা হাশেমী। প্রথমবারের মতো এই কীর্তি গড়ে যারপর নাই খুশি মুসা।
গত পরশু দেশ-বিদেশের ৪৩ জন সাঁতারুকে নিয়ে ‘ষড়জ অ্যাডভেঞ্চার’ ও ‘এক্সট্রিম বাংলা’ আয়োজন করে...