অদৃশ্য ‘চাপে’ আফিফের ছুটি!

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার :

২১ মার্চ ২০২৩, ১০:৪০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৫:২৩ এএম

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই দুই ম্যাচের প্রথমটি জিতেছিল বাংলাদেশ। গতপরশু বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে দ্বিতীয় ওয়ানডে। আগামীকালের শেষ ম্যাচের জন্য গতকাল আবারও দল দিয়েছে বিসিবি, তবে দুইজন কমিয়ে ১৪ জনের। আগের স্কোয়াড থেকে বাদ দেয়া পড়েছেন আফিফ হোসেন ও শরীফুল ইসলাম। প্রথম দুই ম্যাচের দলে থাকলেও একাদশে ছিলেন না তারা। তবে সিরিজ শুরুর আগের দিন চোখে আঘাত পাওয়া মেহেদী হাসান মিরাজকে রাখা হয়েছে শেষ ওয়ানডের জন্য।

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির দল থেকে বাদ পড়া আফিফকে রাখা হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের একাদশেও। গত আগস্টে জিম্বাবুয়ে সফরে দুই ওয়ানডেতে ৪১ ও ৮৫ রানের দুটি ইনিংসের পর টানা দুই সিরিজে রান পাননি আফিফ। ভারতের বিপক্ষে তার রান ৬, ০ ও ৮। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে রান ৯, ২৩ ও ১৫। টি-টোয়েন্টি ক্রিকেটেও সাম্প্রতিক সময়ে ভালো ফর্মে নেই তিনি। দেশের হয়ে সবশেষ ১২ টি-টোয়েন্টিতে তার ফিফটি নেই। গতকালই সিলেট ছেড়ে ঢাকায় পৌঁছেছেন আফিফ। আজ ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের বিপক্ষে আবাহনীর ম্যাচে খেলার কথা আছে তার। টি-টোয়েন্টি দলে থাকলে আফিফ ঢাকা থেকেই চট্টগ্রামে যাবেন।

অন্যদিকে প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া শরীফুল দলে আসা-যাওয়ার মধ্যেই আছেন কয়েক সিরিজ ধরে। সবশেষ ওয়ানডে খেলেছেন তিনি গত আগস্টে জিম্বাবুয়ে সফরে। এই বাঁ-হাতি পেসার অরশ্য এখনো দলের সঙ্গে সিলেটেই আছেন। যদিও শেষ ম্যাচের দলে রাখা হয়নি তাকেও। ঢাকায় ফেরার কথা তারও। তবে তৃতীয় ম্যাচের দলে রাখা হয়েছে অলরাউন্ডার মিরাজকে। সিরিজ শুরুর আগের দিন অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোখে আঘাত পাওয়া মিরাজ প্রথম দুই ম্যাচে খেলেননি। শেষ ম্যাচেও তাঁকে খেলানোর সম্ভাবনা কম। চোখের চিকিৎসককে দেখানোর পর মিরাজকে নিয়ে এমন পরামর্শই টিম ম্যানেজমেন্টকে দিয়েছে বিসিবির মেডিকেল বিভাগ। মিরাজের মত ওয়ানডে দলে টিকে রয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা রনি তালুকদারও।

আফিফ ও শরীফুলকে বাদ দেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘এক ম্যাচের জন্য ১৬ জনের দল রাখার মানে নেই। এমনিতেও ওরা শেষ ম্যাচে বসেই থাকবে। এর চেয়ে ওরা ঢাকা লিগে খেলুক, সেটিই ভালো।’ নান্নু কথায় এ ব্যাপারটি বেশ পরিষ্কার যে- বেঞ্চে বসে না থেকে ডিপিএলের ম্যাচ খেলায় ভালো। তবে সে অবস্থানটা সবার জন্য সমান কি? সিরিজ জেতা নিশ্চিত না হওয়ায় শেষ ম্যাচেও বিশ্রাম পাচ্ছেন না গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা। অধিনায়ক তামিম আর লিটন দাস ওপেন করছেন এবং নাজমুল হোসেন শান্ত তিনে খেলছেন। সুতরাং রনি তালুকদারকে খেলানোর সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায়। এই ব্যাকআপ ওপেনারকেও কি ফ্রি করে দেয়া যেত না?

এমন প্রশ্নে প্রধান নির্বাচকের নান্নু উত্তর, ‘তা কি করে সম্ভব? দলে অন্তত ১৪ জন ক্রিকেটারতো রাখতে হবে। একটি ম্যাচ তো এখনো বাকি। রনিকে ছেড়ে দিলে তো স্কোয়াড ছোট হয়ে ১৩ জনের হয়ে যাবে।’ একদমই নায্য দাবি। তবে সমস্যা অন্য জাগায়। ক্লাব পাড়ায় গুঞ্জন, আফিফ আবাহনীর খেলোয়াড় বলেই তাকে আজকের আবাহনী-মোহামেডানের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ছেড়ে দেয়া হয়েছে। লিটন দাস, নাজমুল হোসেন শান্ত আর তাসকিন আহমেদ জাতীয় দলের অপরিহার্য্য সদস্য হওয়ায় তাদের কে আজকের ম্যাচের জন্য পাবে না আবাহনী। তবে আফিফ আয়ারল্যান্ড সিরিজে একাদশের বাইরে থাকায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। তাই প্রশ্ন উঠতেই পারে- মোহামেডানের রনি তালুকদারকে কেন লিগ খেলার ছাড়পত্র দেওয়া হল না? এসব সংশয় অবশ্য ধোপে নাও টিকতে পারে। তবে এই দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের কাছে জাতীয় দলের চেয়ে ‘ভিন্ন স্বার্থ’ বড় হয়ে উঠার ঘটনা এবারই প্রথম নয়।

সে যাই হোক। দুর্দান্ত এক ম্যাচ খেলেও দ্বিতীয় ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় শেষ ম্যচের আগেই টাইগারদের পকেটে ঢোকানো হচ্ছে না সিরিজ। তাই বেশ সচেতন হয়েই আগামীকাল আইরিশদের বিপক্ষে মাঠে নামবে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ।


বিভাগ : আজকের পত্রিকা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

অতিরিক্ত মালবাহী গাড়িতে বেহাল দশা
কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
সড়ক সংস্কারের দাবিতে বরগুনাবাসীর মানববন্ধন
২৪ ঘণ্টার মধ্যেই ওসি বদল
শিশু শিহাব হত্যার বিচার দাবিতে মানববন্ধন
আরও

আরও পড়ুন

নিউইয়র্কের ওজোন পার্কে পুলিশের গুলিতে বাংলাদেশী যুবক খুন

নিউইয়র্কের ওজোন পার্কে পুলিশের গুলিতে বাংলাদেশী যুবক খুন

পরিবেশদূষণে দেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের অকালমৃত্যু

পরিবেশদূষণে দেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের অকালমৃত্যু

ঝুঁকিপূর্ণ মার্কেট স্থানান্তর শুরু

ঝুঁকিপূর্ণ মার্কেট স্থানান্তর শুরু

ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে সরকার :জোনায়েদ সাকি

ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে সরকার :জোনায়েদ সাকি

অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে সহযোগিতা চায় এফবিসিসিআই

অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করতে সহযোগিতা চায় এফবিসিসিআই

শেয়ারবাজারে কমেছে লেনদেন

শেয়ারবাজারে কমেছে লেনদেন

চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান মন্ত্রী নানকের

চীনের উদ্যোক্তাদের বস্ত্র ও পাট খাতে বিনিয়োগের আহ্বান মন্ত্রী নানকের

মতলবে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মতলবে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

৫ হাজার টাকার বাতি ২৭ হাজারে কিনছে রেলওয়ে

৫ হাজার টাকার বাতি ২৭ হাজারে কিনছে রেলওয়ে

ভুটানের রাজাকে বিদায় জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমিুদ চৌধুরী

ভুটানের রাজাকে বিদায় জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমিুদ চৌধুরী

টিভিতে দেখুন

টিভিতে দেখুন

‘মেসি-ইফেক্ট’- দর্শকেও রেকর্ড!

‘মেসি-ইফেক্ট’- দর্শকেও রেকর্ড!

সিরাজ স্মৃতি সংসদে ইয়ারজান

সিরাজ স্মৃতি সংসদে ইয়ারজান

রেকর্ডের মালায় ‘পাগলাটে’ এক ম্যাচ

রেকর্ডের মালায় ‘পাগলাটে’ এক ম্যাচ

শামীমের ঝড়ো ৮৬, রিশাদের ৫ উইকেট

শামীমের ঝড়ো ৮৬, রিশাদের ৫ উইকেট

পাকিস্তানের কোচ হচ্ছেন গিলেস্পি!

পাকিস্তানের কোচ হচ্ছেন গিলেস্পি!

বিদ্রোহের অবসান, অনুশীলনে জিমিরা

বিদ্রোহের অবসান, অনুশীলনে জিমিরা

টি-টোয়েন্টিতেও লিসা, ফিরলেন দিলারা

টি-টোয়েন্টিতেও লিসা, ফিরলেন দিলারা

বাফুফের নয়া টেকনিক্যাল ডিরেক্টর টিটু

বাফুফের নয়া টেকনিক্যাল ডিরেক্টর টিটু

বিশ্বকাপের পুরস্কার পেলেন সৈকত

বিশ্বকাপের পুরস্কার পেলেন সৈকত