ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১

৩৯ বছরে ইনকিলাব

Daily Inqilab ইনকিলাব

০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম | আপডেট: ০৪ জুন ২০২৪, ১২:১৮ এএম

আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত সন্তোষের সঙ্গে জানাচ্ছি, গণমানুষের প্রাণপ্রিয় পত্রিকা দৈনিক ইনকিলাব আজ ৪ জুন ৩৮ বছর পূর্ণ করে ৩৯ বছরে পদার্পণ করলো। এ জন্য আমরা মহান আল্লাহতায়ালার দরবারে শোকরিয়া আদায় করছি। তাঁর প্রিয় হাবিব হযরত মুহম্মদ (সা.)-এর প্রতি পেশ করছি দরুদ ও সালাম। দেশ ও জনগণের পক্ষে কথা বলার বলিষ্ঠ অঙ্গীকার নিয়ে দৈনিক ইনকিলাব প্রতিষ্ঠা করেছিলেন মহান সংস্কারক, দার্শনিক ও রাজনীতিক হযরত মাওলানা এম এ মান্নান (রহ.)। এ উপলক্ষে আমরা তাঁকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় অন্তরের অন্তঃস্থল থেকে স্মরণ করছি। ইনকিলাব শুরু থেকে এখন পর্যন্ত দেশ ও জনকল্যাণে তার বলিষ্ঠ ভূমিকা অক্ষুণœ রেখেছে। এত বছর একক সম্পাদকের নেতৃত্বে ও নীতিতে ইনকিলাব যেভাবে তার দায়িত্ব ও ভূমিকা পালন করে যাচ্ছে, তা বিস্ময়কর। বাংলাদেশের সংবাদপত্র জগতে ইনকিলাব ধ্রুবতারা হয়ে আবির্ভূত হয়। প্রথাগত সংবাদপত্রের ধ্যান-ধারণা ভেঙ্গে দিয়ে এক নতুন ধারা সৃষ্টি করে ইনকিলাব। সংবাদপত্রে মানবিক ধ্যান-ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনকিলাবে এ বিষয়টি প্রাধান্য পেয়েছে। ইনকিলাব তার জন্মলগ্ন থেকে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতি এবং ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধকে ধারণ করে এক ব্যতিক্রধর্মী ভূমিকা অব্যাহত রেখেছে। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তার লক্ষ্য, উদ্দেশ্য, চেতনা অক্ষুন্ন রাখতে ইনকিলাব আন্তরিক ও সচেষ্ট। স্বাধীনতার মৌলিক বিষয়Ñঅর্থনৈতিক মুক্তি, সাম্য, সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্র রক্ষায় সে অবিচল। এদেশের মানুষের আশা-আকাক্সক্ষা, আবেগ-অনুভূতিকে ধারণ করে তাদের পক্ষে দৃঢ় অবস্থানের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হয়ে আছে ইনকিলাব।

স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং যেকোনো আগ্রাসী শক্তির বিপক্ষে জনগণের পাশে দাঁড়িয়ে আপোসহীন ভূমিকা পালন করে চলেছে ইনকিলাব। দেশের মানুষের মৌলিক অধিকার, ইসলাম ও মুসলিম উম্মাহর স্বার্থের পক্ষ ইনকিলাব সব সময়ই অবিচল। ইনকিলাবের এত বছরের পথচলা কখনোই মসৃণ ছিল না। হুমকি-ধমকি, বাধা-বিপত্তি হামলা-মামলা ও ঘরে-বাইরে ষড়যন্ত্রসহ নানা বাধার সম্মুখীন হতে হয়েছে তাকে। ইনকিলাবের সম্পাদক আক্রান্ত হয়েছেন, মামলার শিকার হয়েছেন। ইনকিলাব অফিসে পুলিশ হানা দিয়েছে, সাংবাদিকদের তুলে নিয়ে গেছে, মামলা দিয়েছে। এমনকি ইনকিলাব বন্ধও করে দেয়া হয়েছে। তারপরও ইনকিলাব তার আদর্শ ও নীতি থেকে একচুল বিচ্যুত হয়নি। সত্য ও ন্যায়ের পক্ষে অটল-অবিচলভাবে দাঁড়িয়ে আছে। অসত্য ও অন্যায়ের সঙ্গে কখনো সমঝোতা করেনি। সব সময় দুর্নীতি ও দুষ্কৃতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়েছে। এখন দেশ অন্য রকম সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ন্যায়, সত্য ও সুনীতির কথা জোরের সঙ্গে বলা যায় না। সেল্ফ সেন্সরশিপ বজায় রাখতে হয়। এহেন কঠিন সময়েও ইনকিলাব যতটা সম্ভব তার অবস্থান ঠিক রাখতে চেষ্টা করছে। ইনকিলাব শুধু একটি দৈনিক পত্রিকা নয়, একটি আদর্শ ও দর্শন। দেশের সংবাদমাধ্যম জগতে ইনকিলাব ব্যাপক পরিবর্তনের সূচনা করেছে। সংবাদপত্র শিল্পে নতুন ধারা সৃষ্টি করেছে। পত্রিকার পাতায় পাতায় এনেছে আধুনিকতা ও নতুনত্ব। ইনকিলাব অন্যদের কাছ থেকে কিছু নেয়নি; বরং দিয়েছে। ইনকিলাব এমন অনেক ট্রেন্ড সৃষ্টি করেছে, যা এখন অন্যরা অনুসরণ করছে। ইনকিলাবই একমাত্র পত্রিকা যা নিজ স্বার্থসংশ্লিষ্ট বিষয়কে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠিত হয়নি। তার কোনো আর্থিক উদ্দেশ্য নেই। ইনকিলাব ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়। কোনো কর্পোরেট প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠানও নয়। দেশ ও মানুষের স্বার্থে সত্যিকার সংবাদপত্রের দায়বোধ থেকে এর প্রতিষ্ঠা হয়েছে। ইনকিলাবকে বলা হয়, ‘লিডার্স নিউজ পেপার’। রাষ্ট্রের রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দের দিগদিশা দানকারী পত্রিকা। জনগণের মুখপাত্র হিসেবে যেমন, তেমনি রাষ্ট্র ও সমাজের নীতিনির্ধারকদের সহায়ক হিসেবে ইনকিলাব অদ্বিতীয় সুদীর্ঘ ৩৮ বছরের পথপরিক্রমায় দেশে ও বিদেশে নানা ক্ষেত্রে যে পরিবর্তন সাধিত হয়েছে, ইনকিলাব তা গভীর পর্যবেক্ষণের মাধ্যমে প্রত্যক্ষ করেছে এবং জনগণের সামনে নির্মোহভাবে তুলে ধরেছে। দেশের রাজনীতির পালাবদল, বিবর্তন ও পরিবর্তনে জনগণের পক্ষে ইনকিলাব রাডারের ভূমিকা রেখে চলেছে। বর্তমান রাজনীতির ধারায় ব্যাপক পরিবর্তন ঘটেছে। এক ধরনের বিরাজনীতিকরণ ধারা পরিলক্ষিত হচ্ছে। সুস্থ ও গণতান্ত্রিক রাজনীতির ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে এই প্রেক্ষাপট কোনোভাবেই ইতিবাচক নয়। ইনকিলাব সব সময়ই গণতান্ত্রিক অগ্রযাত্রার পক্ষে এবং তা এগিয়ে নিতে ভূমিকা পালন করে আসছে। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নে গৃহীত পদক্ষেপকে ইনকিলাব যেমন স্বাগত জানিয়েছে, তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী দুর্নীতি-দুষ্কৃতির কঠোর সমালোচনা করতেও দ্বিধা করেনি। ইনকিলাব কোনো দলের নয়, কোনো দলের বিপক্ষেও নয়। ভালোকে ভালো, মন্দকে মন্দ বলা তার নীতি। সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধকে ইনকিলাব ধারণ করে। এদেশের ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের মধ্যে থেকে তরুণ প্রজন্ম ও যুবসমাজকে গড়ে তুলতে এবং সে অনুযায়ী দিক নির্দেশনা দিতে ইনকিলাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন এবং তা প্রতিরোধে মানুষকে উদ্বুদ্ধ করে তোলার কাজও ইনকিলাব করে যাচ্ছে। কারো সাথে শত্রুতা নয়, পার¯পরিক সমমর্যাদাপূর্ণ বন্ধুত্বের পররাষ্ট্রনীতিকে ইনকিলাব দৃঢ়ভাবে সমর্থন করে। দুঃখজনক হলেও সত্য, এ পররাষ্ট্রনীতির প্রায়ই ব্যত্যয় ঘটতে দেখা যায়। অভ্যন্তরীণ বিষয়ে প্রভাবশালী দেশের পরোক্ষ ও প্রত্যক্ষ প্রভাব বিস্তারের প্রবণতা পরিলক্ষিত হয়। এটা যেমন অগ্রহণযোগ্য, তেমনি নিন্দনীয়।

ইনকিলাব বরাবরই বাংলাদেশের অসীম সম্ভাবনার কথা বলে আসছে এবং এ ব্যাপারে দেশের মানুষকে উৎসাহিত ও অনুপ্রাণিত করে আসছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশের অর্জন, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, মানবিক উন্নয়নের অগ্রগতি তুলে ধরা তার অপরিহার্য কর্তব্য বলে বিবেচনা করে। ইনকিলাবের পাতায় পাতায় তার প্রমাণ রয়েছে। গণতান্ত্রিক রাজনৈতিক ধারা অব্যাহত রেখে নিজস্ব জাতীয়তাবোধের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ, মানবিক এবং আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমর্যাদা তুলে ধরা ইনকিলাবের মিশন। ইনকিলাবের এই মিশন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আগামী দিনেও ইনকিলাব তার স্বকীয়তা বজায় রেখে সামনের দিকে আপন গতিতে এগিয়ে যাবে। এখন এমন এক সময়, যখন সোশ্যাল মিডিয়ার রমরমা। মূলধারার মিডিয়াও বস্তুগত স্বার্থে পথ হারিয়েছে। এ সময় ইনকিলাবের দায়িত্ব ও ভূমিকা বেড়ে গেছে। ইনকিলাব আশাবাদী। দুঃসময় কেটে যাবে, সুদিন আসবে। আমরা আজকের দিনে বিশ্বজগতের প্রভূ ও প্রতিপালক আল্লাহর কাছে এই প্রার্থনা জানাই, তিনি যেন বাংলাদেশ ও তার জনগণকে সুরক্ষা দেন। ইনকিলাবকে হেফাজত করেন। পরিশেষে আমরা পাঠক, শুভানুধ্যায়ী, এজেন্ট, বিজ্ঞাপনদাতাসহ সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই।

 


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

গৌরনদীর দই, একবার খাইলেও আর একবার খাই

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

নোয়াখালীতে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধের দাবি

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও বিচার দাবিতে খুলনায় মানববন্ধন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

গাজায় অব্যাহত ইসরাইলি গণহত্যা ওআইসির নেতারা চেয়ে চেয়ে দেখছেন

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

চাঁদপুর শহরে সড়ক সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া প্রসঙ্গে

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

নোয়াখালীতে ৪৪ দিন পর লাশ উত্তোলন

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

ভারতের দোসর ও হাসিনামিডিয়ার প্রশ্নবিদ্ধ ভূমিকা

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

আশাশুনিতে হাজরাখালির নেটপাটায় পানিবন্দি ২শ’ পরিবার

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

গাছে গাছে আফ্রিকান জায়ান্ট শামুক

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

ঈশ্বরগঞ্জে মহাসড়কে কাঁচাবাজার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা সন্ত্রাসী গ্রেফতার