সংবিধানে মৌলিক অধিকার প্রসঙ্গ
১২ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১২ জানুয়ারি ২০২৫, ১২:০৮ এএম
সংবিধানের তৃতীয় ভাগে জনগণকে কিছু মৌলিক অধিকার দেয়া হয়েছে, যা ৪৪ অনুচ্ছেদের মাধ্যমে আদালত কর্তৃক বলবৎযোগ্য। এটি সংবিধানের মৌলিক কাঠামোর অন্তর্ভুক্ত। সংবিধানের মৌলিক কাঠামো জনগণের সার্বভৌমত্ব ও ক্ষমতায়নের সাথে সরাসরি সম্পৃক্ত। মূলত মৌলিক অধিকারগুলোই গণশক্তি বা ক্ষমতার ভিত্তি। এই অধিকারগুলো দিয়ে জনগণ সকল গণবিরোধী অপশক্তি, মাফিয়া শক্তি, ফ্যাসিবাদী শক্তি, অশুভ শক্তি, স্বার্থান্বেষী মহল ইত্যাদিকে প্রতিহত করে। শর্তযুক্ত মৌলিক অধিকার গণক্ষমতাকে অকেজো ও অব্যবহার্য করে তোলে। মাফিয়া বা ফ্যাসিবাদী সরকারগুলো এই যদি-কিন্তু-তবে অপকৌশলগুলোর সাহায্যে ঔপনিবেশিক আমলাতন্ত্র, আইন, আদালত, আইনজীবী ও গণমাধ্যম ব্যবহার করে নিরীহ জনগণের উপর দমন-পীড়ন চালিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করে। জনগণ যদি রাষ্ট্রের প্রকৃত মালিক হয়, তাহলে কেনো, কার স্বার্থে এবং কোন যুক্তিতে মৌলিক অধিকারগুলো শর্তযুক্ত হয়, যেখানে জাতিসংঘ ঘোষিত মানবাধিকারগুলোর কোথাও কোনো শর্তের উল্লেখ নেই। সেখানে রাষ্ট্রীয় শক্তি ও জুলুমের কাছে নিরীহ জনগণ চিরকাল অসহায় থাকে। বিষয়গুলো রাষ্ট্র এবং সমাজচিন্তক, লেখক, প্রাবন্ধিক, গবেষক, অধ্যাপক, সাংবাদিক ও বিশ্লেষকদের বার বার ভেবে দেখা দরকার।
মৌলিক অধিকারের কোন কোন অনুচ্ছেদে যদি-কিন্তু-তবে আছে তা ধারাবাহিভাবে নি¤েœ বর্ণনা করা হল;
অনুচ্ছেদ-৩২। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। আইনানুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাবে না। শর্তহীন জীবন ও ব্যক্তি স্বাধীনতা দিতে আমাদের এত দ্বিধা কেনো? এটা কি ঔপনিবেশিক মানসিকতা নয়? তার মানে আমরা আমাদের জীবন ও ব্যক্তি স্বাধীনতা কালো আইন দিয়ে কেড়ে নেয়ার ক্ষমতা সরকারকে দিচ্ছি? যেখানে অনুচ্ছেদ ৭০ মোতাবেক বাস্তবে সংসদে আইন বানায় একজন ব্যক্তি, যেখানে খোদ রাষ্ট্র কেবল একজন ব্যক্তি মাত্র।
অনুচ্ছেদ-৩৬। জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধা-নিষেধ সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, এর যে কোনো স্থানে বসবাস ও বসতি স্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে।
জনস্বার্থ কি এবং যুক্তিসংগত বাধা নিষেধ কোনটি? এগুলো দেখার চূড়ান্ত ক্ষমতা কি সরকারের হাতে রাখা সমীচীন? সরকার কি ঈশ্বর? খারাপ এবং বিপথগামী সরকার এ ক্ষমতার কত প্রকার এবং কত মারাত্মক অপব্যবহার করতে পারে তার নমুনা কি আমাদের আরো দেখার সখ আছে? মাফিয়া বা ফ্যাসিবাদী সরকারের কাছে জনস্বার্থ ও যুক্তিসংগত বাধা-নিষেধ যে কী বস্তু তা জনগণ বিগত সাড়ে পনেরো বছরে হাড়ে হাড়ে টের পেয়েছে।
অনুচ্ছেদ-৩৭। সমাবেশের স্বাধীনতা। জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধা-নিষেধ সাপেক্ষে শান্তিপূর্ণভাবে ও নিরস্ত্র অবস্থায় সমবেত হবার এবং জনসভা ও শোভাযাত্রায় যোগদান করবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে।
জনশৃঙ্খলা বা জনস্বাস্থ্যের কথা বলেই বিগত সরকারের আমলে পুলিশ বিরোধী দলকে সভা-সমাবেশ করতে দেয়নি। পুলিশকে যুক্তিসংগত বাধা-নিষেধের কথা বলে বিগত সরকারের আমলে অযৌক্তিক বাধা নিষেধ দিতে দেখা গেছে। দেশের পেশাদার গোয়েন্দা বাহিনীগুলোকে এসব অজুহাতে বিরোধী দল ও মত নির্মূল করার কাজে ব্যবহার করা হয়েছে। ভবিষ্যতেও যে এমনটি হবে না, তার কোনো গ্যারান্টি নেই। প্রত্যেক সরকারকে কমবেশি এই ক্ষমতার অপব্যবহার করতে দেখা গেছে। মৌলিক অধিকারে এইসব শর্তসমূহ মাফিয়া ও ফ্যাসিবাদী সরকারের রক্ষা কবজ, যা নিরীহ জনগণকে চিরদিন ক্রীতদাস বানিয়ে রাখার জন্য যথেষ্ট। সংবিধানের প্রধান লক্ষ্য হবে, জনগণকে ক্ষমতায়ন করা, শাসক শ্রেণীকে নয়। সংবিধানের এই তবে কিন্তু যদি গুলো শাসক শ্রেণী এবং স্বার্থান্বেষী মহলকে শাসন, শোষণ ও নির্যাতনে শক্তি যোগায়। শোষণ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র ও সমাজ নির্মাণ করতে হলে এই বিষয়গুলো সব সময় আমাদের মাথায় রাখতে হবে। তা নাহলে জনগণকে চিরদিন ক্রীতদাস হয়ে বেঁচে থাকতে হবে।
অনুচ্ছেদ-৩৮। সংগঠনের স্বাধীনতা। জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধা-নিষেধ সাপেক্ষে সমিতি ও সংঘ গঠন করবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকবে। তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তির উক্তরূপ সমিতি বা সংঘ করবার কিংবা এর সদস্য হবার অধিকার থাকবে না, যদি
(ক) তা নাগরিকদের মধ্যে ধর্মীয়, সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার উদ্দেশ্যে গঠিত হয়।
(খ) তা ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী-পুরুষ, জন্মস্থান বা ভাষার ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করবার উদ্দেশ্যে গঠিত হয়।
(গ) তা রাষ্ট্র বা নাগরিকদের বিরুদ্ধে কিংবা অন্য কোনো দেশের বিরুদ্ধে সন্ত্রাসী বা জংগী
কার্যপরিচালনার উদ্দেশ্যে গঠিত হয়।
বা (ঘ) এর গঠন ও উদ্দেশ্য এই সংবিধানের পরিপন্থী হয়।
সরকার ঈশ্বর বা অভ্রান্ত কোনো সত্তা নয়। সরকার নৈতিক হতে পারে, আবার অনৈতিকও হতে পারে। সরকার গণবান্ধব হতে পারে। আবার গণবিরোধীও হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সরকার নিজেও তার রাজনৈতিক মতলব হাসিল করার জন্য বিশৃংখলা সৃষ্টি করতে পারে। আমাদের সামনে বিগত সরকারের জংগী নাটকের উপমা আছে। সরকার যেমন ধর্মান্ধ হতে পারে, তেমনি দলান্ধও হতে পারে। বাস্তবতা হলো, সরকার নিজেও অনেক সময় ভয়ংকর ঘাতক রূপে আত্মপ্রকাশ করে। মানুষকে জুলুম-নির্যাতন করার জন্য আয়নাঘর তৈরি করে। মানুষ স্বভাবতঃ নিরীহ এবং দুর্বল জীব। অন্যদিকে শাসক ও স্বার্থান্বেষী মহলের চারিত্রিক ও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য হলো ভয়, ভীতি ও নিষ্ঠুরতা দিয়ে তাদের দাবিয়ে রাখা। সরকারের হাতে মানুষকে নিপীড়ন করার লাখো কায়দা-কানুন আছে। তার অনেকগুলো যেমন সাংবিধানিক। আবার অনেকগুলো তেমনি অসাংবিধানিক। এমনিতেই সরকার অসীম ক্ষমতার আধার। অপরদিকে জনগণের এ মৌলিক অধিকারগুলো আত্মরক্ষামূলক এবং তাদের নিজস্ব নিরাপত্তার রক্ষা কবজ। সংবিধান জনগণের দলিল। কাজেই জনগণের দলিলে জনগণকে শর্তারোপ করে ক্ষমতারহিত করা সমীচীন নয়।
অনুচ্ছেদ-৩৯। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। (১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হল।
(২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃংখলা, শালীনতা বা নৈতিকার স্বার্থে কিংবা আদালত অবমাননা, মানহানি বা অপরাধ সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধানিষেধ সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের বাক ও ভাব প্রকাশের অধিকারের
এবং (খ) সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হল।
রাষ্ট্রের নিরাপত্তা দেখার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের নয় এবং সে দায়িত্ব পালন করবে রাষ্ট্রের মূল উপাদান জনগণ। গাড়ি বা বিমানের নিরাপত্তা দেখার দায়িত্ব মালিকের। সাময়িকভাবে চালকের আসনে উপবিষ্ট চালক বা পাইলটের নয়। নিরাপত্তার অজুহাত দেখিয়ে পাইলট বিমান হাইজ্যাক করতে পারে না। জনগণকে অধিকারচ্যুত করে রাষ্ট্রকে নিরাপদ রাখার ধারণা অযৌক্তিক। জনগণকে অবাধ চিন্তা ও বিবেকের স্বাধীনতা বা বাক স্বাধীনতা দিলে বিদেশি রাষ্ট্রগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হবার আদৌ কোনো আশংকা নেই। কেননা ব্যক্তি ও সরকার ভিন্ন ভিন্ন দুটি সত্তা। এক সত্তার দায় আরেক সত্তার উপর বর্তায় না। এখানেও জনশৃংখলা, শালীনতা বা নৈতিকতা, আদালত অবমাননা, মানহানি, কিংবা অপরাধ সংঘটনে প্ররোচনা ইত্যাদি শর্তারোপ করে নাগরিকদের বাক ও ভাব প্রকাশের অধিকার থেকে ও গণমাধ্যমকে সংবাদপত্রের স্বাধীনতা থেকে বঞ্চিত করা হয়েছে। মুক্ত চিন্তা এবং অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে এগুলো মারাত্মক প্রতিবন্ধক। বাক স্বাধীনতা এবং মত প্রকাশের ক্ষেত্রে এইসব গণতন্ত্র বিরোধী শর্ত থাকার দরুণ এই দেশে স্বাধীনচেতা লেখক, চিন্তক, অধ্যাপক, প্রাবন্ধিক, সম্পাদক, সাংবাদিক, বুদ্ধিজীবী, গবেষক, কথক, বিশ্লেষক, শিল্পী, সাহিত্যিক ও ভাবুকগণ সবসময় মাফিয়া ও ফ্যাসিবাদী সরকারের ভয়ে তটস্থ থাকে। ফলে মারা যায় জাতির বিবেক, জাতিগত স্বকীয়তা, সৃজনশীলতা, মননশীলতা এবং বুদ্ধিবৃত্তিক কাঠামো।
অনুচ্ছেদ-৪৩। গৃহ ও যোগাযোগের রক্ষণ। রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃংখলা, কিংবা জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধা নিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের
(ক) প্রবেশ, তল্লাশী ও আটক হতে স্বীয় গৃহে নিরাপত্তা লাভের অধিকার থাকবে এবং (খ) চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার থাকবে।
এই অনুচ্ছেদেও রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃংখলা, কিংবা জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধা-নিষেধ সাপেক্ষের কথা বলে নাগরিকদের মৌলিক অধিকারকে শর্তবন্দি করা হচ্ছে। অথচ, জাতিসংঘ মানবাধিকার সনদের সার্বজনীন ঘোষণাপত্রে বর্ণিত কোনো মানবাধিকারের ক্ষেত্রে কোনো শর্তারোপ করা হয়নি। মানবাধিকারহীন একজন নাগরিক এবং একজন ক্রীতদাসের মধ্যে কোনো পার্থক্য নেই। মৌলিক অধিকারগুলো শর্তযুক্ত করার কারণে জনগণের ক্ষমতায়নের পরিবর্তে জনগণের দুর্বলায়ন অনিবার্য হয়ে ওঠছে। ফলে ঘটছে না গণতন্ত্রের কাক্সিক্ষত বিকাশ। সরকারের নীতি সিদ্ধান্ত গ্রহণে জনমত অবহেলিত এবং উপেক্ষিত হচ্ছে। লেখক, চিন্তক, কথক, উপস্থাপক, প্রকাশক, সাংবাদিক, অধ্যাপক, গবেষক, প্রাবন্ধিক, সাংবাদিক এবং বিশ্লেষকদের পদে পদে অবমূল্যায়ন করা হচ্ছে। জনগণ দিন দিন জ্ঞানবিমুখ, বইবিমুখ ও পাঠবিমুখ হচ্ছে। ফলে রাষ্ট্রের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় তাদের বুদ্ধিবৃত্তিক অংশ গ্রহণ ও অন্তর্ভুক্তি অনেকটা অসম্ভব হয়ে পড়ছে।
লেখক : অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস