আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিতে হবে
১৯৭২ থেকে ১৯৭৫, ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই শাসনামলসমূহ ছিল দুঃশাসনে ভরা। দলটি জনগণের প্রতি চরম জুলুম করেছে। স্বাধীনতার পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে রক্ষিবাহিনী গঠন করে সিরাজ শিকদারসহ জাসদের প্রায় ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করে। প্রশাসনিক অব্যবস্থাপনায় ১৯৭৪ সালে দুর্ভিক্ষ হয়, যাতে হাজার হাজার মানুষ মারা যায়। ১৯৭৫...