অবাধ বাকস্বাধীনতার অপব্যবহারের ঝুঁকি
অবাধ বাকস্বাধীনতা গণতান্ত্রিক সমাজের অন্যতম মূল ভিত্তি, তবে এর অপব্যবহার ব্যাপক সামাজিক ক্ষতির কারণ হতে পারে। মানব মস্তিষ্কের পক্ষপাত, আবেগ এবং সামাজিক প্রভাবের কারণে এই স্বাধীনতার সঠিক ব্যবহার প্রায়ই ব্যাহত হয়। প্রাচীন গ্রীসের অ্যাথেনিয়ান গণতন্ত্রে বাকস্বাধীনতা ছিল, তবে তা একেবারে সীমিত ছিল এবং শুধুমাত্র নির্বাচিত জনগণের জন্য সংরক্ষিত ছিল (থুকিডিদেস, খ্রিস্টপূর্ব ৪৩০)। মধ্যযুগের ইউরোপে, মতপ্রকাশের স্বাধীনতার জন্য কঠোর শাস্তির বিধান...