পুণ্যময় রজনী শবে ক্বদর
প্রতি বছরের ন্যায় এবারও আমাদের দ্বার প্রান্তে সমাগত পবিত্র রজনী শবে ক্বদর; যা পবিত্র রমজানুল কারীমের শেষ ১০ দিনের যে কোনো দিন রাতে সংঘটিত হয়ে থাকে। শবে ক্বদর শব্দটি মূলত ফারসি শব্দ থেকে উৎকলিত। আর আরবিতে বলা হয় লাইলাতুল ক্বদর। ‘শব’ অর্থ রাত, আর আরবি ‘লাইলাতুন’ শব্দের অর্থও রাত বা রজনী। ক্বদর অর্থ অতিশয় সম্মানিত, মহিমান্বিত। সুতরাং লাইলাতুল ক্বদরের অর্থ...