জিসান খান শুভর নতুন গান ‘চলে যায়’
ঈদে প্রকাশিত হতে যাচ্ছে আলোচিত কন্ঠশিল্পী জিসান খান শুভর নতুন গান ‘চলে যায়’। এর কথা ও সুর করেছেন শুভ নিজেই। সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। কক্সবাজারের মনোরোম লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। জিসান খান শুভর সঙ্গে মডেল হয়েছেন মুক্তি মাহফুজ। জিসান খান শুভ বলেন, ‘আমার প্রতিটি গান একটু সময় নিয়ে করার...