অস্ত্রোপচারে ভুল, মৃত্যুর মুখ থেকে ফিরলেন রুশ মডেল
ভেবেছিলেন সামান্য জ্বর হয়েছে, কিন্তু এক্সরে রিপোর্ট দেখে চমকে গেলেন, চিকিৎসকের কাছে সেই মুহূর্তে না পৌঁছলে কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যু হতে পারত রাশিয়ার বিখ্যাত মডেল একাতেরিনা বাদুলিনার।
হ্যাঁ, সম্প্রতি এমনই ভয়ানক অগ্নিপরীক্ষার কথা জানালেন বিখ্যাত রাশিয়ান মডেল। তার বর্ণনা অনুযায়ী, একদিন ঠান্ডার সকালে হঠাৎই একাতেরিনা বাদুলিনা অনুভব করেন, তার গা হাত-পা আগুনের মতো পুড়ে যাচ্ছে। রীতিমতো কাঁপুনি দিয়ে জ্বর আসছে তার।...