‘বিগ বস্’ হাউসে অঙ্কিতা লোখান্ড জানালেন তিনি ‘সন্তানসম্ভবা’!
খানিকটা সন্দেহ ছিলই, এ বার ‘বিগ বস্’-এর ঘরে যা আগে কখনও হয়নি সেটাই করলেন অঙ্কিতা। সালমান খানের শোয়ে পা রাখার পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে একের পর এক ঝড়ঝাপটা এসেছে। নিত্য দিন তাঁদের অশান্তি চাক্ষুষ করছে গোটা দেশ। শুধু কি অশান্তি, একে অপরের প্রতি কটূক্তি, দুর্ব্যবহার কিছুই বাদ যায়নি। কিন্তু হঠাৎ ভিকি জৈন-অঙ্কিতা লোখান্ডের জীবনে এল নতুন মোড়। গত কয়েক...