সামাজিক মাধ্যমে ভাইরাল আমির-রণবীরের হাস্যরসাত্মক ভিডিও
সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে মজাদার ভঙ্গিতে ধরা দিয়েছে বলিউডের দুই সুপারস্টার রণবীর কাপুর এবং আমির খান। আবার সেই মজাই এবার অন্যদিকে মোড় নিল। কেননা র্যাপিড-ফায়ার ক্যুইজ রাউন্ডে মেতে উঠেছিলেন দুই তারকাই। নিজেকে ভুলবশত ‘রণবীর সিং’ বলে সম্বোধন করে বসেন রণবীর কাপুর। এমন পরিস্থিতিতে আমিরের মুখে যেন কথাই সরছিল না।
স্যোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও ক্লিপে দেখা যায়, রণবীরের উদ্দেশ্যে বেশ কয়েকটি...