টিআরপির শীর্ষে ‘কার কাছে কই মনের কথা’ আর ‘নিমফুলের মধু’
বাংলা টেলিভিশনে চলছে জোরদার লড়াই। ক্রিকেট বিশ্বকাপ চলছে, ফলে কম হচ্ছে সব মেগার নম্বর। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে বিপুল রদবদল দেখা যাচ্ছে। এই সপ্তাহেও বিরাট পরিবর্তন হয়েছে রেটিং চার্টে। সামনে এল মেগা সিরিয়ালের আগের সপ্তাহের মার্কশিট। জানুন, কোন মেগা কেমন স্কোর করেছে। চমক দিয়ে ফের প্রথমবার শীর্ষ স্থানে ‘কার কাছে কই মনের কথা’। তবে এবার একা নয়, এই মেগার...