৯৮তম অস্কারে উপস্থাপনায় মঞ্চ মাতাবেন কোনান ও’ব্রায়েন
এ বছর অ্যাকাডেমি পুরষ্কারে(অস্কার) মঞ্চ মাতানোর পর কোনান ও’ব্রায়েন আসন্ন ২০২৬ সালের ১৫ মার্চ অনুষ্ঠিতব্য ৯৮তম অস্কারেও ডলবি থিয়েটারের মঞ্চে মাইক্রোফোন হাতে দর্শক মাতাবেন। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ।
এমন ঘোষণার পর এক বিবৃতিতে ও’ব্রায়েন মজা করে বলেছেন ‘আমি আগামী বছর অস্কারের উপস্থাপক হওয়ার একমাত্র কারণ হল, আমি অ্যাড্রিয়েন ব্রডিকে তার বক্তৃতা শেষ করতে শুনতে চাই।’
এছাড়া ওই ঘোষণায় একাডেমীর...