ফারুকীর নতুন ধারাবাহিক ডাবল-আপ ৮৪০
মোস্তফা সরয়ার ফারুকীর টিভি ধারাবাহিক পলিটিক্যাল থ্রিলার ‘৪২০’, ২০০৭-০৮ সালে বাংলাদেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক অসঙ্গতি স্যাটায়ারের মাধ্যমে উপস্থাপন করা হয়েছিল। সে সময় ধারাবাহিকটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রায় ১৬ বছর পর এর সিক্যুয়াল ডাবল-আপ ‘৮৪০’ ওরফে ‘ ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ আসছে। পলিটিক্যাল স্যাটায়ারধর্মী ধারাবাহিকটির ট্রেইলর ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। ট্রেইলর প্রকাশের পর আগ্রহ দেখা দিয়েছে এর মূল গল্প কী নিয়ে?...