মিউজিক্যাল মঞ্চ নাটক দ্য সাউন্ড অব মিউজিক
এক্সেল একাডেমি আয়োজন করেছে মঞ্চ নাটক ‘দ্য সাউন্ড অফ মিউজিক’। নাটকটির নির্দেশনা ও চিত্রনাট্য রচনা করেছেন রকি খান। এক্সেল একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় এই নাটকটি আজ ছায়ানট মিলনায়তনে মঞ্চস্থ হবে। নাটকটি ভালোবাসার সুর ও সংগীতের ঐক্যকে তুলে ধরবে, যা দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠবে। নির্দেশক রকি খান বলেন, "এমন একটি ক্লাসিক নাটকের নির্দেশনা দিতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দের...