মেটারনিটি শুটে আকর্ষণীয় লুকে রাহুল-আথিয়া
বি-টাউনের এক সময়ের তারকা অভিনেতা সুনীল শেট্টির মেয়ে বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি ও ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার কেএল রাহুলের জীবনে যেন নেমে এসেছে একরাশ খুশি। ২০২৩ সালে গাঁটছড়া বাঁধার পর প্রথমবারের মতো সন্তানের বাবা-মা হতে যাচ্ছে এই তারকা দম্পতি। এমনকি প্রকাশ করেছে নিজেদের মোহময়ী কিছু ছবি।
এ প্রসঙ্গে আথিয়া ২০২৪ সালের শেষ দিকে ইন্স্টাতে সুখবর দিয়েছিলেন। বেইজ রঙের ব্যাকগ্রাউন্ডে ইভিল আই...