মাছরাঙা টেলিভিশনে বাংলায় কার্টুন সিরিজ নিনজা হাতোরি
মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় শিশুদের কার্টুন সিরিজ ‘নিনজা হাতোরি’। বাংলায় ডাবিংকৃত সিরিজটি প্রচার হচ্ছে, প্রতিদিন সকাল ১০:৩০ মিনিটে। দশ বছর বয়সের কেনেচি মিতসুবা অলস প্রকৃতির ছেলে। পড়ালেখায় তেমন ভালো না। তাই তার পিতা-মাতা, শিক্ষক তার উপর বিরক্ত থাকে। হাতোরি কেনেচির বন্ধু। সে সবসময় কেনেচিকে বিপদ থেকে উদ্ধার করে। ইয়ুমিকো কেনেচির বান্ধবী। কেমুমাকি এবং তার নিনজা বিড়াল কিওকি কেনেচির...