আবারও একটি তারকার পতন, না ফেরার দেশে অভিনেতা দিল্লি গণেশ
যেন মৃত্যু`র মিছিল থামছেই না বিনোদন জগতে। প্রায়শই পেতে হয় দেশি বিদেশী বিভিন্ন নামীদামী তারকার মৃত্যুর সংবাদ। এবার সেই মৃত্যুর মিছিলে সামিল হয়েছেন প্রখ্যাত তামিল অভিনেতা দিল্লি গণেশ। জানা যায়, শনিবার দিবাগত রাত ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৮০ বছর।
আজ (১০ নভেম্বর) এই অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। এদিকে গুণী এই অভিনেতার মৃত্যুর খবরে শোকের...