একের পর এক রেকর্ড গড়ছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা "সাবা"
একের পর এক সুখবর দিয়ে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নতুন করে আবারও সুখবর নিয়ে এসেছেন এই অভিনেত্রী। মেহজাবীন অভিনীত সিনেমা ‘সাবা’ এবার সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করবে। এ বিষয়ে সিনেমাটির পরিচালক মাকসুদ হোসাইন জানান, বেশ আগেই সুখবরটি পেয়েছিলেন, কিন্তু বলা বারণ ছিল। অবশেষে আজ আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে নির্মাতা মাকসুদ আরও বলেন,...