হুমায়ূন আহমেদের লেখা শেষ গান নিয়ে আসছেন সেলিম চৌধুরী
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা অনেক গান গেয়েছেন সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী। তার সিনেমা ও নাটকে গান গেয়েছেন তিনি। হুমায়ূন আহমেদ সর্বশেষ একটি গান লিখেছিলেন। গানটি অপ্রকাশিত ছিল। সেই গানটি নিয়ে হাজির হচ্ছেন সেলিম চৌধুরী। গানের কথা আজ আমাদের ছুটি/ছুটির নূপুর বাজে রিনঝিন/আকাশের গায়ে রোদ্দুর/পাগলা হাওয়ার দিন। মাকসুদ জামিল মিন্টুর সুর ও সঙ্গীতায়োজনে এই গানটিতেই কণ্ঠ দিবেন সেলিম চৌধুরী। জানা যায়,...