ইফতার বিক্রি করছেন মাহিয়া মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রায় আড়াই বছর আগে গাজীপুর চৌরাস্তায় ফারিশতা নামে একটি রেস্টুরেন্ট চালু করেছেন। গত বছর এ রেস্টুরেন্টে তিনি নিজে ইফতার সামগ্রী বিক্রি করেছেন। এবারও তিনি উপস্থিত থেকে ইফতার বিক্রি করছেন। রমজানের প্রথম দিনেই তাকে ইফতার বিক্রি করতে দেখা গেছে। বিকাল ৪টার দিকে নিজের ফেসবুক থেকে ফারিশতার সামনে থেকে লাইভে আসেন মাহি। ঘুরে ঘুরে ভিডিওতে দেখান তার রেস্টুরেন্টের ইফতার...