তৃতীয় বিয়ে করলেন কিংবদন্তি রেসলার হাল্ক হগান
৭০ বছর বয়সে বিয়ে করেছেন মার্কিন সাবেক পেশাদার রেসলার হাল্ক হগান। ৪৫ বছর বয়সী সঙ্গী স্কাই ডেইলির সাথে জুটি বেঁধেছেন ডব্লিওডব্লিও`র এই তারকা। গত শুক্রবার ফ্লোরিডায় অনেকটা চুপিসারে চার্চে বিয়ের অনুষ্ঠানটি আয়োজিত হয়। সেখানে হাল্ক ও স্কাইয়ের পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু আমন্ত্রিত ছিল। তবে বিয়েতে উপস্থিত ছিলেন না হাল্ক হগানের ৩৫ বছর বয়সী কন্যা ব্রুক। এটি কিংবদন্তি এই...