মাইম আর্ট-এর মুকাভিনয় কর্মশালা
নাচ, গান, অভিনয়, আবৃত্তি, উপস্থাপনা এসব শিল্পে সাফল্য পেতে মূকাভিনয় বা মাই সহায়ক হিসেবে কাজ করে। বাংলাদেশের অন্যতম মূকাভিনয়ের সংগঠন মাইম আর্ট দলের ১৫ বছর পূর্তি উপলক্ষে তিনদিনব্যাপী মূকাভিনয় কর্মশালার আয়োজন করেছে। ১৬ জুন থেকে এই কর্মশালা শুরু হবে। কর্মশালা শেষে থাকছে মাইম আর্ট-এর সদস্য হয়ে কাজ করার সুযোগ। ১৪ জুন পর্যন্ত আগ্রহীরা ঢাকার সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালার ৭তালায় চিলেকোঠা থেকে...