টিআরপির শীর্ষে এখনও ‘অনুরাগের ছোঁয়া’
বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা দোলের কারণে এল একটু পরে। চলতি সপ্তাহে টপে অনুরাগের ছোঁয়া। টিআরপি তালিকাতেও বড় অদলবদল। তবে সবকিছু ঠিক হতেই খানিক স্বভাবিক হল পরিস্থিতি। আর বরাবরের মতো এবারও সেরার জায়গা ধরে রাখল ‘অনুরাগের ছোঁয়া’। নম্বর ৯.০। দীপা আর সূর্যর মধ্যে এখন বেশ একটু টানটান উত্তেজনা। সোনার কিডন্যাপিং, সোনার তাঁর ফুল মা-র প্রতি ভালোবাসা, তা নিয়ে সূর্যর রেগে যাওয়া,...