বাচ্চাদের খেলাধুলোর অভ্যেস
সদ্য নার্সারির চৌকাঠে পা রাখা বাচ্চাদের অভিভাবকেরা ভাবেন, এদের আবার আলাদা করে খেলাধুলো বা কোন ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে সম্পৃক্ত করার প্রয়োজন কোথায়। কিন্তু আমার-আপনার বাড়ির ছোট বাচ্চারা (দু’ থেকে সাত বছর) আজকাল খেলাধুলো থেকে দূরে ও প্রযুক্তির বড্ড কাছাকাছি থাকে। স্কুল থেকে বাড়ি ফিরেই মোবাইলে ইউটিউব দেখা, কার্টুন চ্যানেল দেখা, পড়তে বসলেই ভিডিও গেমের জন্য বায়না- এসব রুটিন চাহিদায়...