টনসিলের প্রদাহ ও ফোড়া
তীব্র প্রদাহের ফলে টনসিলের উপরে ও আশপাশে এবং টনসিলের ক্যাপসুলের পাশে পুঁজ জমা যাকে পেরিটনসিলার অ্যাবসেস বলা হয়। যথাযথ চিকিৎসা না করালে টনসিলের ইনফেক্শনের জটিলতা থেকে এ রোগ হতে পারে। এ রোগে তীব্র গলা ব্যথা ও জ্বর হয়। গলা ব্যথার জন্য কিছু গিলতে কষ্ট হয়, এমনকি অনেক সময় মুখ হা করতে পারে না। টনসিলের ফোঁড়া সাধারণত বিভিন্ন ব্যাকটেরিয়া জীবাণু দ্বারা...