অদ্ভুত লাইবেরিয়া
আফ্রিকা মহাদেশের প্রাচীনতম স্বাধীন প্রজাতান্ত্রিক রাষ্ট্র লাইবেরিয়া। দেশটির দক্ষিণও পশ্চিমে আটলান্টিক মহাসাগর, পূর্বে আইভোরি কোষ্ট এবং উত্তরে গিনি দ্বারা বেষ্টিত। দেশটির পশ্চিম উপকূলে আছে বিস্তৃত ও সুদীর্ঘ সাগর সৈকত।সবোর্চ্চ পর্বত শৃঙ্গ হলো নিম্বা, উচ্চতা ১,৭৫২ মিটার (৫,৭৪৮ ফুট)। প্রধান প্রধান নদী গুলো হলো- ম্যানা, মোরো, সেন্টপল, সেন্টজন, সেস, দৌওব এবং ক্যাভেল্লা। এখানে নিরক্ষয়ী জলবায়ু বিদ্যমান। সারা বছর এখানে প্রচন্ড গরম।...