সামাজিকতা শিক্ষাই অটিজমের মূল সোপান
সৃষ্টিকর্তার সকল সৃষ্ট জীবের মধ্যে মানুষই হচ্ছে শ্রেষ্ঠ। কারণ, একমাত্র মানুষের মধ্যেই বিবেক, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্ব ও সামাজিকতা আছে। মানুষই সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাঁচার তাগিদে একে অপরের উপর নির্ভরশীলতার ভিত্তিতে সমাজ গঠন করে। যে কোন সামাজিক আনুষ্ঠানিকতায় সুখে-দুঃখে পরম দায়িত্ববোধ থেকে একে অপরের সাথে একত্রিত হয়। যুগ যুগ ধরে সামাজিক এই ধারা অব্যাহত আছে ও থাকবে। মানুষের শ্রেষ্ঠত্বের প্রমাণ সামাজিকতা।
অটিজমের...