এলো মাহে রমজান
বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও এসেছে রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র মাহে রমজান। আমরা সবাই জানি, রমজান মাস হলো মুসলিম পুণ্যাত্মার কাছে স্রষ্টার অসীম রহমত ও বরকতের মাস। আত্মার পরিশুদ্ধির মাস। তাকওয়া অর্জনের মাস। ধর্মপ্রাণ মুসলিমের কাছে এ মাস হলো সিয়াম সাধনার মাস। পরম করুণাময় মহান আল্লাহ্ তায়ালা যতগুলো শরিয়ত নাজিল করেছেন, তার প্রতিটিতেই ছিল সিয়াম সাধনা অবশ্য পালনীয়...