তবে কি প্রধানমন্ত্রী হতে চান কঙ্গনা?
১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৯ পিএম | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৯ পিএম
২০২৩ সাল থেকেই গুঞ্জন, আসন্ন লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াবেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। নিজেই সেই গুঞ্জন উস্কে দিয়েছিলেন অভিনেত্রী। দ্বারকায় গিয়ে জানিয়েছিলেন, কৃষ্ণের আশীর্বাদ থাকলে নির্বাচনে লড়বেন। ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ হিসেবে সুনাম আছে তার। শোনা যাচ্ছিল, নিজের জন্মস্থান হিমাচল প্রদেশ থেকে দাঁড়াবেন কঙ্গনা। পরে শোনা যায়, বিজেপির জেতা জায়গা চণ্ডীগড় আসনেই দাঁড়াবেন তিনি। এর মাঝেই প্রশ্নের সম্মুখীন তিনি। ভারতের প্রধানমন্ত্রী হতে চান কঙ্গনা?
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি ‘রাজাকার: সাইলেন্ট জেনোসাইড অব হায়দারাবাদ’ সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কঙ্গনা। সেখানে তার কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতে প্রধানমন্ত্রী হওয়ার কোনো পরিকল্পনা রয়েছে কিনা।
এই বলিউড তারকা জবাবে বলেন, ‘আমি শুধু “ইমারজেন্সি” নামে একটি সিনেমা নির্মাণ করেছি। আর সেটি দেখার পর মনে হয় না কেউ আমাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবেন।’ তবে প্রধানমন্ত্রী হতে না চাওয়ার ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি তিনি।
‘ইমারজেন্সি’ সিনেমাটি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনের একটি বিশেষ পর্ব অবলম্বনে নির্মাণ করা হয়েছে। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনা করেছেন কঙ্গনা। এটি নির্মাণ করতে গিয়ে নিজের সব সম্পত্তি নাকি বন্ধক রাখতে হয়েছে তাকে।
২০২১ সালে ‘ইমারজেন্সি’ সিনেমা নির্মাণের ঘোষণা দেন কঙ্গনা। এতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন তিনি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনুপম চোপড়া, শ্রেয়স তলপড়ে, মহিমা চৌধুরী ও মিলিন্দ সোমন।
উল্লেখ্য, ২০২০ সালে বিএমসির সঙ্গে আইনি জটিলতার পরই মোদি সরকারের তরফে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন কঙ্গনা। একাধিকবার জনসমক্ষে বিজেপির হয়ে সুরও চড়াতে দেখা গেছে তাকে। শুধু তাই নয়, সম্প্রতি নরেন্দ্র মোদিকে ‘আধুনিক ভারতের বিশ্বকর্মা’ বলেও প্রশংসা করেছেন।
রামমন্দির উদ্বোধনের দিনও উপস্থিত ছিলেন সেখানে। বছর দুয়েক আগে একবার বিজেপির টিকিটে ভোটে লড়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন। তবে গেরুয়া শিবির থেকে তার সেই প্রেক্ষিতে কোনোরকম উচ্চবাচ্য করা হয়নি।
বিভাগ : বিনোদন
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত