টুথব্রাশের লুকানো ও অজানা কথা
আপনার টুথব্রাশে কী লুকিয়ে আছে ? আপনার টুথব্রাশে একশত মিলিয়নের বেশি ব্যাকটেরিয়ার বসবাস যার মধ্যে রয়েছে ই কোলাই এবং ষ্টাফাইলোকক্কাই ব্যাকটেরিয়া। গবেষণায় অবাক করা তথ্য উঠে এসেছে এবং সেটি হলো টুথব্রাশের মধ্যে মলের সাথে সম্পৃক্ত জীবাণুর উপস্থিতি পর্যন্ত পাওয়া গেছে। কিন্তু এতে আতংকিত হওয়ার কিছু নেই। কারণ আপনার মুখ ব্যাকটেরিয়া দ্বারা পরিপূর্ণ। আর এ কারণেই আপনার টুথব্রাশ সম্ভবত আপনাকে অসুস্থ...