হেপাটাইটিস ও জন্ডিস
হেপাটাইটিস একটি নীরব ঘাতক। এটি লিভার বা যকৃতের প্রদাহ। রোগটি হলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার বা যকৃতের ক্রিয়াক্ষমতা নষ্ট হতে থাকে। চোখ, হাত, প্র¯্রাব, শরীরের অন্যান্য অংশ হলুদ বর্ণ ধারন করে, তখন এটাকে বলে জন্ডিস। রোগটির ভয়াবহতায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। যকৃতের অনেক কাজের মধ্যে আছে শরীরে এলবুমিন, প্রোথ্রম্বিন তৈরী করা এবং বিলিরুবিনের মতো ক্ষতিকর পদার্থ শরীর হতে...