ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে-২০২৩
‘ওয়ার্ল্ড ওরাল হেলথ্ ডে’ প্রতি বছর ২০শে মার্চ তারিখে সারা বিশ্বে একযোগে পালিত হয়ে থাকে। ওয়ার্ল্ড ডেন্টাল ফেডারেশন (এফ.ডি.আই) ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তিন বছরের জন্য ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ্ ডে’ এর ক্যাম্পেইন থিম নির্ধারণ করেছে “বি প্রাউড অব ইউর মাউথ”। অর্থাৎ ২০২৩ সালের ক্যাম্পেইন থিম হলো, “মুখের স্বাস্থ্যে গর্বিত হোন।” এ বছরের মূল ফোকাস হলো আজীবন হাসির জন্য...