গোনাহের প্রতিকার ও প্রভাব-১

Daily Inqilab মাওলানা মুহাম্মাদ তাওহীদুল ইসলাম তায়্যিব

৩০ জুন ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ৩০ জুন ২০২৪, ১২:০৮ এএম

জীবন চলতে গিয়ে মানুষকে নানা রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। নানা ধরনের কাজ-কর্ম করতে হয়। ভাবতে হয় নানা রকম বিষয় এবং সামলাতে হয় বিচিত্র রকমের পরিস্থিতি। এসব ক্ষেত্রে যথাযথ উদ্যোগ ও উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের সুযোগ যেমন হয়, তেমনি হয়ে যায় অনাকাক্সিক্ষত নানা ভুল ও বিচ্যুতি। মানুষের মানবিক ও প্রাকৃতিক নানা দুর্বলতাও প্রকাশ পায় সেখানে। প্রকাশ পায় তার আত্মশক্তি, ইচ্ছাশক্তি ও কর্মশক্তির বিভিন্ন অবস্থা। কোনো সন্দেহ নেই, এসব কিছু সত্ত্বেও জীবনের বহু ক্ষেত্রে মানুষ সফল হয়। তবে ব্যর্থতাও অধিকার করে নেয় বহু ক্ষেত্রে। জীবনের এই ধারা চলমান। জীবন যতদিন আছে হয়তো ততদিনই চলবে এই অবস্থা।

কোনো মানুষই চায় না তার জীবনে ব্যর্থতা নেমে আসুক। চায় না তাকে দুঃখ স্পর্শ করুক কিংবা স্পর্শ করুক হতাশা ও দুশ্চিন্তা। কিন্তু অমোঘ বাস্তবতা রুখবে কে? তাই সফলতার পাশাপাশি মানুষকে ব্যর্থতাও দেখতে হয়। সুখের সাথে মেনে নিতে হয় দুঃখকেও। না চাইলেও সয়ে যেতে হয় দুর্দশা ও দুশ্চিন্তা।

জীবনের এসব ক্ষেত্রে মানুষ সবসময়ই যে নীতি-আদর্শে অবিচল থাকতে পারে এমন নয়। অনিচ্ছা সত্ত্বেও অনেক ক্ষেত্রে সে সরে যায় করণীয় থেকে। লিপ্ত হয়ে পড়ে নিষিদ্ধ কিংবা অনুচিত নানা কাজে। এক্ষেত্রে মানুষের স্বভাব দুর্বলতা তো আছেই। আরও আছে গাফলত ও অবহেলা, প্রবৃত্তি ও মন্দপ্রবণতা, আছে দৃঢ়তা ও অবিচলতার অভাব। উপরন্তু ইবলিস শয়তান তো আছেই। আছে তার ওয়াসওয়াসা ও কুমন্ত্রণা।

মানুষের এই সকল অবস্থা, স্বভাবজাত দুর্বলতা, অবহেলা, মন্দপ্রবণতা ও শয়তানের কুমন্ত্রণার কথা খুব ভালোভাবেই জানেন তিনি, যিনি সকলের খালিক ও স্রষ্টা এবং মালিক ও সর্বাধিকারী। তাই খুব সহজ ও সুন্দর প্রতিবিধানের ব্যবস্থা রেখেছেন তিনি। দিয়েছেন উদ্ধারকারী সহজ মাধ্যম এবং প্রতিষেধকমূলক সহজ প্রক্রিয়া।
জীবনের বিভিন্ন ক্ষেত্রে কৃত গোনাহের প্রতিবিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামীন ইরশাদ করেন : যে কেউ কোনো মন্দ কাজ করবে অথবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে, সে আল্লাহকে পাবে অতি ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা নিসা : ১১০)।

এখানে মন্দ কাজ তথা ছোট ছোট গোনাহ এবং নিজের প্রতি জুলুম তথা বড় ধরনের গোনাহ, উভয়টির ক্ষেত্রেই বলা হয়েছে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনার কথা। বলা হয়েছে, ক্ষমা প্রার্থনা করলে আল্লাহকে পাবে অতি ক্ষমাশীল, পরম দয়ালু। অর্থাৎ বান্দা কোনো ভুল, অপরাধ বা সীমালঙ্ঘন করলেও তার প্রতি তিনি অত্যন্ত দয়ার আচরণ করেন। ক্ষমাগুণ প্রকাশ করেন। তাই দৃঢ় আশা করা যায় যে, তিনি বান্দাকে ক্ষমা করে দেবেন।

বাস্তবে সুস্থ বিবেকের অধিকারী কোনো মানুষই চায় না খারাপ হতে। চায় না মন্দ কাজ করতে কিংবা অপরাধী হতে। কিন্তু মানুষের স্বভাবজাত দুর্বলতা, আত্মনিয়ন্ত্রণে শিথিলতা এবং নফস ও শয়তানের প্রবঞ্চনা তাকে এসবে লিপ্ত করে ফেলে। তাছাড়া দুনিয়া যেহেতু পরীক্ষার জায়গা, এখানে ভালো ও মন্দ উভয় কাজের শক্তি দিয়ে মানুষকে পাঠানো হয়েছে। এরপর ভালো ও নেক কাজে পুরস্কার ঘোষণা করা হয়েছে। মন্দ ও গোনাহের কাজে ঘোষণা করা হয়েছে শাস্তি। সেই শাস্তি থেকেই বাঁচার উপায় হলো তাওবা ও ইস্তিগফার।

অন্য একটি আয়াতে আরও উদার-ব্যাপ্ত ঘোষণা এসেছে। এসেছে অভয় ও আশ্বাসবাণী। আল্লাহ তাআলা বলেন : আপনি বলে দিন, হে আমার সেই বান্দারা! যারা নিজেদের প্রতি অবিচার করেছ! আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সকল গোনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা যুমার : ৫৩)।

গোনাহ হয়ে গেছে! নিজের প্রতি অবিচার করেছ! সীমালঙ্ঘন করেছ! তবু নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। এমন অভয় ও আশ্বাসবাণী পাওয়ার পর একজন মুমিনের হৃদয়ে কী আস্থা ও শক্তি অনুভূত হয় তা খুব সহজেই অনুমেয়।

শুধু তাই নয়। তাওবা ও ইস্তিগফারের প্রতি তিনি আলাদাভাবেও উৎসাহ দিয়েছেন। নির্দেশ করেছেন ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হতে। ইরশাদ হয়েছে : এবং দ্রুত অগ্রসর হও তোমার রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যার প্রশস্ততা আসমানসমূহ ও যমীনের (প্রশস্ততার) ন্যায়, যা প্রস্তুত করা হয়েছে মুত্তাকীদের জন্য। (সূরা আলে ইমরান : ১৩৩)।

ইস্তিগফার ও ক্ষমা প্রার্থনার ফলে এসব বিষয় লাভ হবে। আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। ধনসম্পদ ও সন্তান-সন্ততিতে সমৃদ্ধ করবেন এবং বাগ-বাগিচা ও নদ-নদীর ব্যবস্থা করে দেবেন। স্পষ্ট কথা যে, এগুলোর প্রত্যেকটিই এমন, যা ছাড়া মানুষের জীবন ও জগৎ প্রায় অচল। সেগুলোই খুব সহজে লাভ হতে পারে ইস্তিগফারের মাধ্যমে।


বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কুষ্টিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন

গুড়া কারাগারের ছাদ ফুটো করে পালানো চার কয়েদি দু’দিনের পুলিশ রিমান্ডে

গুড়া কারাগারের ছাদ ফুটো করে পালানো চার কয়েদি দু’দিনের পুলিশ রিমান্ডে

রাজশাহীতে কাফনের কাপড় পরে অনশনে নার্সিং শিক্ষার্থীরা

রাজশাহীতে কাফনের কাপড় পরে অনশনে নার্সিং শিক্ষার্থীরা

নারীরা এখন আর পিছিয়ে নেই-সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল

নারীরা এখন আর পিছিয়ে নেই-সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইউক্রেন

হাঙ্গেরির প্রধানমন্ত্রীর যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ইউক্রেন

২০৩৫ সালের মধ্যে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করা হবে:প্রধানমন্ত্রী

২০৩৫ সালের মধ্যে পরীক্ষামূলকভাবে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করা হবে:প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ৫

পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ৫

খালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্ত হবে:সালাউদ্দিন টুকু

খালেদা জিয়া মুক্ত হলে গণতন্ত্র মুক্ত হবে:সালাউদ্দিন টুকু

আত্মসাতের ৪৬ লাখ টাকা ফেরত দিলেন শ্রমিক ফেডারেশন নেতা ওসমান আলী

আত্মসাতের ৪৬ লাখ টাকা ফেরত দিলেন শ্রমিক ফেডারেশন নেতা ওসমান আলী

অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যাকে রাবি শিক্ষক সমিতির প্রত্যাখ্যান

অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যাকে রাবি শিক্ষক সমিতির প্রত্যাখ্যান

কেশবপুরের পল্লীতে এক স্কুল ছাত্রের আত্মহত্যা

কেশবপুরের পল্লীতে এক স্কুল ছাত্রের আত্মহত্যা

চুয়াডাঙ্গার জয়রামপুর চৌধুরীপাড়ায় দুই অবৈধ দ্রুতগতির আলমসাধুর মুখোমুখী সংঘর্ষে হতাহত ২

চুয়াডাঙ্গার জয়রামপুর চৌধুরীপাড়ায় দুই অবৈধ দ্রুতগতির আলমসাধুর মুখোমুখী সংঘর্ষে হতাহত ২

কয়েকজন ইউক্রেনীয় পাইলট এফ-১৬ ফাইটারের প্রশিক্ষণ শেষ করেছে

কয়েকজন ইউক্রেনীয় পাইলট এফ-১৬ ফাইটারের প্রশিক্ষণ শেষ করেছে

আর্জেন্টিনার অলিম্পিক দলে বিশ্বকাপজয়ী চারজন

আর্জেন্টিনার অলিম্পিক দলে বিশ্বকাপজয়ী চারজন

দ্রুত সিদ্ধান্ত নিয়ে দক্ষতার সাথে কাজ নিষ্পন্ন করতে হবে- বিমান ও পর্যটন মন্ত্রী

দ্রুত সিদ্ধান্ত নিয়ে দক্ষতার সাথে কাজ নিষ্পন্ন করতে হবে- বিমান ও পর্যটন মন্ত্রী

চিরদিনের জন্য বাংলাদেশের মানুষকে ভারতের ক্রীতদাস বানানোর গভীর ষড়যন্ত্র: রিজভী

চিরদিনের জন্য বাংলাদেশের মানুষকে ভারতের ক্রীতদাস বানানোর গভীর ষড়যন্ত্র: রিজভী

পাটকেলঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যের মৃত্যু

পাটকেলঘাটায় বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যের মৃত্যু

আমিরাতে মানবিক দৃষ্টান্ত রেখে যাওয়া আলহাজ্ব আবুল কালাম মেম্বার আর নেই

আমিরাতে মানবিক দৃষ্টান্ত রেখে যাওয়া আলহাজ্ব আবুল কালাম মেম্বার আর নেই

দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের, দীর্ঘ যানজট

দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের, দীর্ঘ যানজট

ইউক্রেনে আরেকটি মার্কিন অ্যাব্রাম ট্যাঙ্ক ধ্বংস

ইউক্রেনে আরেকটি মার্কিন অ্যাব্রাম ট্যাঙ্ক ধ্বংস