ঢাকা   বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১

জালেমের ঔদ্ধত্য ও নিরাপত্তা বলয় এবং মাকড়সার জাল

Daily Inqilab মুহাম্মাদ ফজলুল বারী

১৩ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ১৩ আগস্ট ২০২৪, ১২:০৩ এএম

আল্লাহ তাআলা কুরআন কারীমে বহু বিষয় উপমা দিয়ে বুঝিয়েছেন। মানুষের চার পাশের এমন স্পষ্ট বিষয়ের মাধ্যমে উপমা দেওয়া হয়েছে, যা বলামাত্রই আলোচ্য বিষয়টি দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যায়। তেমনই একটি উপমা কুরআনের এই আয়াত : যারা আল্লাহকে ছেড়ে অন্য অভিভাবক গ্রহণ করেছে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা, যে নিজের জন্য ঘর বানায় আর নিশ্চয়ই ঘরের মধ্যে সর্বাপেক্ষা দুর্বল মাকড়সার ঘরই হয়ে থাকে। আহা, তারা যদি জানত! (সূরা আনকাবূত : ৪১)।

এ আয়াতে উপমার মূল ক্ষেত্র হলো ওই কাফেররা, যারা আল্লাহর বিপরীতে দুর্বল বরং মিথ্যা ও ক্ষমতাহীন উপাস্যদের তাদের অভিভাবকরূপে গ্রহণ করেছে, আল্লাহর পাকড়াওয়ের সামনে কাফেরদের রক্ষায় যাদের কোনো শক্তিই নেই। যেহেতু পৃথিবীর বড় বড় জালেম ও দাম্ভিক ব্যক্তি ও গোষ্ঠীর আলোচনার পর পরই এ উপমা দেওয়া হয়েছে, যারা মনে করত, তাদের শক্তি অপ্রতিরোধ্য এবং তাদের নিরাপত্তা বলয় দুর্ভেদ্য; এ বিবেচনায় এ উপমায় আরেকটি দিকও ভাবা যায়। তা হলো, দুর্বল এ জালের প্রতি হয়তো মাকড়সার থাকে অতিরিক্ত আস্থা ও ভরসা। এমনকি তা নিয়ে সে দম্ভ-অহঙ্কার করে এবং আত্মপ্রবঞ্চিত হয়।

মাকড়সা হয়তো মনে করে, তার জাল সুপরিকল্পিত ও সুগঠিত। সুকৌশলে নির্দিষ্ট মাপের বুননে তৈরি। মজবুত অবকাঠামোতে সুনিপুণভাবে স্থাপিত তার জাল। এ ভেদ করার ক্ষমতা নেই কারো। সে হয়তো ধোঁকার শিকার হয়, যখন দেখে- মশা, মাছি, কীট-পতঙ্গ তার জাল ভেদ করতে পারে না। তার জালের কাছে এলে রেহাই নেই কারো। জালের ঠিক মাঝখানে অবস্থান করে চার পাশে আটকে পড়া পোকা-মাকড় দেখে সে দাম্ভিক হয়ে ওঠে। সে ভাবে, এখন এরা আমার কব্জায়; এদের নিস্তার নেই; আমি চাইলেই এদের ঘাড় মটকে দিতে পারি, কুরে কুরে খেতে পারি তাদের দেহ-অঙ্গ-প্রত্যঙ্গ। আর আমার এ জাল কখনো ছিন্ন হবার নয়; এ চিরঅক্ষয়!

কিন্তু যেদিন সময় আসে। বাড়ির মালিকের যেদিন জাল অপসারণের অভিপ্রায় হয়, নরম ঝুল-ঝাড়ুর সামান্য ছোঁয়ায় লণ্ডভণ্ড হয়ে যায় সুপরিকল্পিত ও সুগঠিত এ দম্ভ-জাল। জালের সাথে সাথে সাঙ্গ হয় দাম্ভিক মাকড়সা ও তার দম্ভ! যাইহোক, আলোচ্য আয়াতের এ উপমার আগে সূরার ২৮ নং আয়াত থেকে আল্লাহ জালেম ও দাম্ভিক বিভিন্ন জাতি-গোষ্ঠীর পরিণতির বর্ণনা দিয়েছেন : কওমে আদ, যারা বলেছিল- ‘শক্তিতে আমাদের ওপরে কে আছে?’ কওমে লূত, যারা দম্ভ করে বলেছিল- ‘তুমি যদি সত্যবাদী হও, তবে আমাদের ওপর আল্লাহর আযাব নিয়ে এসো দেখি।’

এভাবে কওমে ছামূদ, কওমে ইবরাহীম, কওমে শুআইবের আলোচনার পর উপমার একেবারে আগের দুই আয়াতে আল্লাহ তাআলা কারূন, ফিরাউন ও হামানের মতো বড় বড় জালেমের আলোচনা করেছেন- কীভাবে সেসব জালেমকে তিনি ধ্বংস করেছেন, যারা ছিল অতি দাম্ভিক ও আত্মপ্রবঞ্চিত। যারা মনে করেছিল, তাদের এ দুর্ভেদ্য নিরাপত্তা বলয় ভাঙার ক্ষমতা নেই কারো। যারা ভেবেছিল, তাদের রাজত্ব চিরকালই অক্ষয়।

কুরআনের ভাষায় পড়ুন তাদের পাকড়াওয়ের কথা : আমি কারূন, ফিরাউন ও হামানকে ধ্বংস করেছিলাম। মূসা তাদের কাছে উজ্জ্বল নিদর্শন নিয়ে এসেছিল, কিন্তু তারা দেশে ঔদ্ধত্য প্রদর্শন করেছিল, কিন্তু তারা তো (আমার ওপর) জিততে পারেনি। আমি তাদের প্রত্যেককে তার অপরাধের কারণে পাকড়াও করেছি। তাদের কেউ তো এমন, যার বিরুদ্ধে পাঠাই পাথর বর্ষণকারী ঝড়ো-ঝঞ্ঝা, কেউ ছিল এমন, যাকে আক্রান্ত করে মহানাদ, কেউ ছিল এমন, যাকে ভূগর্ভে ধসিয়ে দেই এবং কেউ ছিল এমন, যাকে করি নিমজ্জিত। বস্তুত আল্লাহ এমন নন যে, তাদের প্রতি জুলুম করবেন; বরং তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করছিল। (সূরা আনকাবূত : ৩৯-৪০)।

এ দৃষ্টান্ত দেওয়ার পর কুরআন কত হৃদয়গ্রাহী ভাষায় আহ্বান করেছে সকল জালিমকে এ উপমা থেকে শিক্ষা গ্রহণ করতে এবং তার জুলুম ও আত্মপ্রবঞ্চনা থেকে ফিরে আসতে : আমি মানুষের কল্যাণার্থে এসব দৃষ্টান্ত দিয়ে থাকি, কিন্তু তা বোঝে কেবল তারাই, যারা জ্ঞানবান। (সূরা আনকাবূত : ৪১)। জালেমের পরিণতি বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন : যারা জুলুম করেছে, তারা অচিরেই জানতে পারবে- কোন্ পরিণামের দিকে তারা ফিরে যাচ্ছে। (সূরা শুআরা : ২২৭)।

মজলুমদের প্রতি আল্লাহর সান্ত্বনা : তুমি কিছুতেই মনে করো না, জালেমরা যা-কিছু করছে আল্লাহ সে সম্পর্কে বেখবর। তিনি তো তাদের সেই দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন, যেদিন চক্ষুসমূহ থাকবে বিস্ফারিত। তারা মাথা উপর দিকে তুলে দৌড়াতে থাকবে। তাদের দৃষ্টি পলক ফেলার জন্য ফিরে আসবে না। আর (ভীতি-বিহ্বলতার কারণে) তাদের প্রাণ উড়ে যাওয়ার উপক্রম হবে। (সূরা ইবরাহীম : ৪২-৪৩)।


বিভাগ : শান্তি ও সমৃদ্ধির পথ ইসলাম


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সন্তানদের কিসের উপর রেখে যাচ্ছি-২
সন্তানদের কিসের উপর রেখে যাচ্ছি-১
কে অন্ধ, কে চক্ষুষ্মান
সে-ই স্বাধীন যে সিজদা করে এক আল্লাহকে
বান্দা জানে না, কিসে তার কল্যাণ-২
আরও

আরও পড়ুন

জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল

জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল

মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল

মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল

"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"

"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"

ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল

ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল

নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা

নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা

আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি

আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি

দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন

দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন

'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'

'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান

বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান

ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা

ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা

লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক

চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম

দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম

সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত

সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত

আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ংকর পরিকল্পনা করছে: যুক্তরাষ্ট্র জাগপা

আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ংকর পরিকল্পনা করছে: যুক্তরাষ্ট্র জাগপা

উত্তরায় মা ও শিশুর গায়ে এসিড ছুড়ে স্বর্ণালংকার লুট

উত্তরায় মা ও শিশুর গায়ে এসিড ছুড়ে স্বর্ণালংকার লুট