কুরআন অবমাননা ওদের দীনতা আমাদের উদাসীনতা-২
গত আলোচনায় উল্লেখিত পূর্ববর্তী নবীগণের দাওয়াতের বিবরণ পাঠ করলে এই বাস্তবতা জীবন্ত হয়ে উঠে যে, আদর্শত্যাগী সম্প্রদায়ের কাছে যখন কোনো জবাব থাকে না তখন তারা সন্ত্রাসের পথ বেছে নেয়। অন্যায়-অবিচারের মাধ্যমে সত্যকে পরাস্ত করতে চায়। কিন্তু সত্যের পৃষ্ঠপোষক স্বয়ং আল্লাহ।
তিনি সত্যকেই বিজয়ী করেন। উল্লেখিত উদাহরণগুলোর পরবর্তী অংশই এর প্রমাণ। আখেরি পয়গাম্বর হযরত মুহাম্মাদ (সা.) সম্পর্কে বর্তমান সময়ের কাফির-মুশরিকদের কটুক্তি, আখেরি...