বৃষ্টির ম্যাচ কোহলির রেকর্ডে জিতল ভারত
১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৯ এএম
বৃষ্টি আর ক্রিকেটের লুকোচুরির মাঝে ওয়ানডে ম্যাচ চলল দু’দিন ধরে। আগে থেকেই শঙ্কার কারণে রাখা রিজার্ভ ডে এসে নিষ্পত্তি হলো পাক-ভারত মহারণের। তাতে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। গতকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচটি রোহতি শর্মার দল জিতেছে ২২৮ রানে। আগের দিন শুরু হওয়া ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলির রেকর্ডগড়া ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ভর করে ২ উইকেট হারানো ভারত করে ৩৫৬ রান। কোহলির সেঞ্চুরিটি এসেছে আগ্রাসী ভঙ্গিতে। সঙ্গে রাহুলের শতকে তৃতীয় উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ২৩৩ রানের জুটিতেও হয়েছে রেকর্ডভ। দলীয় সংগ্রহেও ভারত পেয়েছে রেকর্ড পুঁজি। ওয়ানডেতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে এটি তাদের যৌথ সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
জবাবে ৩২ ওভারে মাত্র ১২৮ রান তুলতেই গুটিয়ে যায় পাকিস্তান। হারিস রউফ ও নাসিম শাহ চোটের কারণে ব্যাটিংয়ে নামেননি। তাই দলটির ৮ উইকেট পড়ার পরই একপেশে লড়াইয়ের ইতি ঘটে। এই সংস্করণে দুই দলের সাক্ষাতে রান ব্যবধানে সবচেয়ে বড় জয়ের রেকর্ড এতদিন ছিল পাকিস্তানের দখলে। ২০১৭ সালে ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তারা ভারতকে হারিয়েছিল ১৮০ রানে। ছয় বছরের ব্যবধানে সেটাকে ছাড়িয়ে গেল ভারত।
বৃষ্টির শঙ্কা থাকায় আগেই এই ম্যাচে রাখা হয়েছিল রিজার্ভ যে। আগের দিন ম্যাচটি বৃষ্টির কারণে প- হওয়ায় গতকাল রিজার্ভ ডে’তে নিয়ে আসা হয়েছিল ম্যাচ। তাতেও বার বার বৃষ্টি হানা দিয়েছে অনাহুত অতিথির মতো। ‘দ্বিতীয় দিনের খেলাই এদিন শুরু হয় নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪০ মিনিট দেরিতে। আগের দিন থেমে যাওয়া ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান থেকে গতকাল ব্যাটিংয়ে নামে ভারত। কোহলি (১২২*) ও রাহুলের (১১১*) সেঞ্চুরিতে সেই ২ উইকেটেই রান পাহাড় গড়ে ভারত। ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরির পথে একটি মাইলফলকও ছুঁয়েছেন কোহলি। ওয়ানডেতে দ্রুততম ৮০০০, ৯০০০, ১০০০০, ১১০০০ ও ১২০০০ রানের কীর্তির পর এবার দ্রুততম ১৩ হাজার রানের রেকর্ডও নিজের করে নিলেন ভারতের তারকা ব্যাটার। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করার পথে স্বদেশি কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে টপকে চূড়ায় উঠলেন তিনি।
পঞ্চম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ১৩০০০ রানের মালিক হলেন কোহলি। তার লাগল মাত্র ২৬৭ ইনিংস। এতদিন এই ক্লাবে শচীন ছাড়া ছিলেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও সনাত জয়সুরিয়া। শচীন ১৩ হাজার রান করেছিলেন ৩২১ ইনিংসে। ২০০৪ সালের মার্চের ওই ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। ১৯ বছরের ব্যবধানে সেই পাকিস্তানের বিপক্ষেই কোহলি ছাড়িয়ে গেলেন পূর্বসূরিকে। তিনি ৫৪ ইনিংস কম খেলেই নতুন রেকর্ড গড়লেন। ৯৪ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১২২ রানের ইনিংস খেলেন কোহলি। ৫৫ বলে হাফসেঞ্চুরি ছোঁয়ার পর উত্তাল হয়ে ওঠে তার ব্যাট। তিনি তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারে পৌঁছান ৮৪ বলে। ২৭৮ ওয়ানডে ম্যাচে ৫৭.৬২ গড়ে তার রান এখন ১৩০২৪।
কোহলি খেলতে নেমেছিলেন ১৩ হাজার রানের মাইলফলক থেকে ৯৮ রান দূরে থেকে। শাহিন শাহ আফ্রিদির করা ৪৮তম ওভারে দূরত্ব ঘুচিয়ে ফেলেন তিনি। দ্বিতীয় বলটি পুল করে ডাবল নিয়ে নাম লেখান ৫০ ওভারের ক্রিকেটে ১৩ হাজারি ক্লাবে। আর পরের বলটি অফ সাইডে ঠেলে সিঙ্গেল নিয়ে তিনি পূর্ণ করেন সেঞ্চুরি। ওয়ানডেতে এটি তার ৪৭তম সেঞ্চুরি। তার উপরে আছেন কেবল সেই শচীনই। ৪৬৩ ম্যাচে ৪৯টি সেঞ্চুরি রয়েছে শচীনের।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকা পাকিস্তান ব্যাটারদের কেউই দিতে পারেননি নিবেদনের প্রমাণ। বিশাল লক্ষ্যের পেছনে ছুটে কখনোই সম্ভাবনা জাগাতে পারল না পাকিস্তান। ভারতীয় পেসারদের শুরুর তোপের পর কুলদীপ যাদবের স্পিনে তারা ঘায়েল হলো। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার ফখর জামান। বলের অঘাতে মুখ ফেটে যাওয়ার পর লড়াই বেশিক্ষণ চালিয়ে যতে পারেনি নি কিছুটা প্রতিরোধ গড়া আগা সালমান। তরুন এই টপঅর্ডার থামেন ২৩ রানে। স্বভাববিরুদ্ধ স্লো ব্যাটিংয়ে ইফিতিখারও করেন সমান ২৩ রান। সময়ের সেরা ব্যাটার অধিনায়ক বাবর আজমও থামেন মাত্র ১০ রানে। ভারতের হয়ে ৫ উইকেট নিয়েছেন কুলদীপ। একটি করে শিকার বুমরাহ, পান্ডিয়া আর শারদুলের।
বেশ কিছুদিন বিশ্রামে থাকার পর আজই ফের মাঠে নামতে হবে ভারতকে। একই ভেন্যুতে বেলা সাড়ে ৩টায় তাদের প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত