মামুনই আগে হামলা করেন : ডিবি হারুন
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
থানায় নিয়ে ছাত্রলীগের নেতাদের নির্যাতনের ঘটনার সূত্রপাত বারডেম হাসপাতালে। ওইদিন প্রেসিডেন্টের এপিএস আজিজুল হক মামুনই আগে এডিসি হারুনের ওপর হামলা করেছিল এমন তথ্য পাওয়া গেছে। সেটাও তদন্তে আসা উচিত। গতকাল মঙ্গলবার মিন্টুরোডের নিজ কার্যালয়ে এসব কথা বলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। অন্যদিকে নেতাকে নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিতে পাঁচ দিন সময় বৃদ্ধির আবেদন করতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের কথা থাকলেও সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় প্রয়োজন দেখিয়ে এ আবেদন করা হবে। নির্যাতনে শিকার ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাইম তরল খাবার ছাড়া কিছু খেতে পারছেন না। তবে অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে।
থানার ভেতরে নিয়ে মারধর করা বেআইনি: ডিএমপি কমিশনার: থানার ভেতরে নিয়ে কাউকে মারধর করা বেআইনি বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের ওপর পুলিশের নির্যাতনের ঘটনায় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত শনিবার রাতের ওই ঘটনায় চিকিৎসাধীন ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈমকে দেখতে মঙ্গলবার বঙ্গবন্ধু মেডিক্যালে যান ডিএমপি কমিশনার। পরে তিনি সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, শাহবাগ থানার ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম আহত হয়েছেন। আমি মূলত তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খবর নেয়ার জন্য সহকর্মীদের নিয়ে তাকে হাসপাতালে দেখতে এসেছি। তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছি। সে এখনো বেশ কিছুটা অসুস্থ। তার আরও কয়েক দিন সময় লাগবে সুস্থ হতে। এ ঘটনার তদন্তের জন্য গঠিত তদন্ত কমিটির কাজ শেষ হওয়ার আগে দুজন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। এডিসি হারুনকে সরকার সাময়িক বরখাস্ত করেছে। শাহবাগ থানার পরিদর্শককেও (অপারেশন) থানা থেকে সরিয়ে লাইনওআরে পাঠানো হয়েছে।
তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আমরা তাদের বিরুদ্ধে বিভাগীয়সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করব। তদন্ত কমিটি ঘটনার সার্বিক বিষয়ে তদন্ত দেখবে কে কে দোষী এবং প্রকৃত ঘটনা কি, কেন ঘটনাটি ঘটল এবং কে কে কতটুকু দোষী। এসব বিষয়ে তদন্ত কমিটি আমাদের প্রতিবেদন দিবে। সেই প্রতিবেদন অনুযায়ী আমরা সরকারের কাছে পাঠাব ব্যবস্থা নেয়ার জন্য। আমরা তদন্ত কমিটিকে দায়িত্ব দিয়েছি। তদন্ত কমিটি তদন্ত করে সার্বিক বিষয়ে প্রতিবেদন দিবে, তখন সার্বিক চিত্রটা আমাদের সামনে আসবে। আমরা প্রাথমিকভাবে দেখেছি একজন ছাত্রকে থানার ভেতরে নিয়ে মারধর করার বিষয়টি বেআইনি।
তরল খাবার ছাড়া কিছু খেতে পারছেন না নাইম: নাইমের ভাগিনা জাহাঙ্গীর আলম বলেন, আগের চেয়ে অবস্থা একটু ভালো হয়েছে। সোমবার ঘাড় বাঁকা হয়ে গিয়েছিল। তবে খাবার খেতে তার ব্যাপক কষ্ট হচ্ছে। নাইমের মুখে ঠোঁটে আঘাতের কারণে তরল ছাড়া কিছু খেতে পারছে না। স্যুপ, জুস দেয়া হচ্ছে।
বুকেও প্রচ- আঘাত জানিয়ে তিনি বলেন, বুকের ব্যথা বেড়ে যায়। ডাক্তার আরও কিছু টেস্ট দিয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
প্রতিবেদন দিতে আরও পাঁচ দিন সময় পেয়েছে তদন্ত কমিটি: ছাত্রলীগের কেন্দ্রীয় তিন নেতাকে নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দিতে পাঁচ দিন সময় বৃদ্ধির আবেদন করলে ডিএমপি কমিশনার তা অনুমোদন করেন। গতকাল তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের কথা থাকলেও সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় প্রয়োজন দেখিয়ে এ আবেদন করা হয়। ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানায়, রোববার তদন্ত কমিটি গঠনের পর মঙ্গলবার প্রতিবেদন জমা দেয়ার সময়সীমা বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও পাঁচ দিন সময় প্রয়োজন। এজন্য কমিশনারের কাছে কমিটির সদস্যরা আবেদন করেন।
এডিসি হারুনের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ সমীচীন : মানবাধিকার কমিশন :এডিসি হারুনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণসহ নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইন, ২০১৩ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা সমীচীন বলে মনে করে জাতীয় মানবাধিকার কমিশন।
সংস্থাটি বলছে, একজন পুলিশ কর্মকর্তা কর্তৃক ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে নিষ্ঠুরতা প্রদর্শনের মাধ্যমে পুলিশি ক্ষমতার অপব্যবহারে মানবাধিকার লঙ্ঘন করার চিত্র ফুটে উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও গৃহীত ব্যবস্থা কমিশনকে অবহিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে বলা হয়েছে।
গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় একজন পুলিশ কর্মকর্তার এমন আচরণ আইন ও নীতি বিরুদ্ধ উল্লেখ করে কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, গণমাধ্যমে ‘থানায় নিয়ে ওসির কক্ষে এডিসির নেতৃত্বে মারধর’ শিরোনামে প্রকাশিত সংবাদসহ একই বিষয়ে অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
কমিশন চেয়ারম্যান বলেন, একজন পুলিশ কর্মকর্তা কর্তৃক ব্যক্তিগত আক্রোশকে কেন্দ্র করে নিষ্ঠুরতা প্রদর্শনের মাধ্যমে পুলিশি ক্ষমতার অপব্যবহারপূর্বক মানবাধিকার লঙ্ঘনের চিত্র ফুটে উঠেছে। এ অবস্থায়, অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও গৃহীত ব্যবস্থা মানবাধিকার কমিশনকে অবহিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে বলা হয়েছে।
বরখাস্তের একদিন পর রংপুরে সংযুক্ত এডিসি হারুন
ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্যাতনের ঘটনায় আলোচিত রমনা জোনের এডিসি হারুনকে বরখাস্তের একদিন পরই রংপুরে সংযুক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার এক আদেশ জারির মাধ্যমে তাকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, হারুন-অর রশীদ, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত এবং পুলিশ অধিদফতরে সংযুক্ত)-কে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরে সংযুক্ত করা হলো।
এর আগে গত সোমবার প্রেসিডেন্টের আদেশক্রমে সিনিয়র সচিব মো. মুস্তাফিজুর রহমানের (বিপিএএ) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
এর আগে ছাত্রলীগ নেতাদের নির্যাতনের ঘটনায় রোববার তাকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে পুলিশ অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) সংযুক্ত করা হয়। পরে হারুনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।####
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত