সহনশীলতা আশা করেন নতুন প্রধান বিচারপতি
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৪ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম
দেশের সব মানুষের কাছে সহনশীলতা আশা করছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি মনে করেন, সবার মধ্যেই সহনশীলতা থাকা দরকার। সহনশীলতা যদি না থাকে তাহলে দেশের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। অবশ্যই যার যার চিন্তা থেকে মানুষ কথা বলবে। সেক্ষেত্রে সহনশীলতা বেশি প্রয়োজন। তাই দেশের সব মানুষের কাছে সহনশীলতা আশা করছি। গতকাল বুধবার সাংবাদিকদের কাছে নিজের এ প্রত্যাশার কথা জানান বিচারপতি ওবায়দুল হাসান। প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি নিশ্চয়ই কমবে । দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই জিরো টলারেন্সে বিশ্বাস করি। শতভাগ না পারলেও অনেকাংশে আমরা সফল হতে পারবো বলেও মনে করেন প্রধান বিচারপতি।
তিনি দুর্নীতি বাংলাদেশে ক্যান্সারের মতো। দুর্নীতি শুধু বিচার বিভাগে নয়। বহু ক্ষেত্রেই রয়েছে। এটা অস্বীকার করলে সত্যের অপলাপ হবে। আপিল ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি একসঙ্গে উদ্যেঠস নিলে বিচারাঙ্গনের দুর্নীতি অপসারণ করা কঠিন কোনো কাজ হবে না। এমন মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি মো: ওবায়দুল হাসান।
গত ১২ সেপ্টেম্বর দেশের ২৪ তম বিচারপতি হিসেবে নিয়োগ লাভের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ সময় দেশের সব মানুষের কাছে সহনশীল আচরণ প্রত্যাশা করেন।
তিনি বলেন, দুর্নীতি কমানোর জন্য যেসব ব্যবস্থা নেয়া প্রয়োজন যেসব ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে গণমাধ্যমকর্মৗদের সঙ্গেও কথা বলে ঠিক করব। সাংবাদিকরা সমাজের প্রতিবিম্ব। আপনারা (সংবাদকর্মীরা) যে রিপোর্ট করেন সেই রিপোর্টের মাধ্যমে মানুষ জানতে পারে কোথায় দুর্নীতি হচ্ছে। সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
বিচার বিভাগ নিয়ে পরিকল্পনার বিষয়ে নয়া প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ আছে। বিচার প্রার্থী মানুষদের প্রতিদিন আমাদের আদালতের বারান্দায় ঘোরাফেরা করতে হয়। আপনারা জানেন বিপুল সংখ্যক মামলা আদালতে পেন্ডিং আছে। আমার পরিকল্পনা হবে যতদ্রুত সম্ভব মামলাজট কীভাবে কমানো যায় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকব। তবে একটি কথা বলতে পারি, আমার পূর্বসূরী এখনও যিনি মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি অত্যন্ত সুন্দর উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগ অবশ্যই আমি অনুসরণ করব এবং এর আগেও যারা প্রধান বিচারপতি ছিলেন, যারা সুপ্রিম কোর্ট নিয়ে এখনও ভাবেন, তাদের সঙ্গে পরামর্শ করে আমি আমার সময়টা অতিবাহিত করবো। এছাড়া আমার সঙ্গে আপিল বিভাগে যারা বিচারপতি আছেন তারা সবাই খুব দক্ষ বিচারক। তাদের সঙ্গে পরামর্শ করে বিচারকাজ পরিচালনা করবো।
আইনাঙ্গনের অনিয়ম-দুর্নীতি রোধে কেমন ভূমিকা থাকবে-জানতে চাইলে তিনি বলেন, দুর্নীতি বাংলাদেশে ক্যান্সারের মতো। দুর্নীতি শুধু বিচার বিভাগে নয়। বহু ক্ষেত্রেই আছে। এটা অস্বীকার করলে সত্যের অপলাপ হবে। আমি মনে করি আমরা সবাই মিলে আপিল বিভাগে আমরা যে কয়জন বিচারপতি আছি এবং সবাই মিলে যদি আমরা একসঙ্গে উদ্যোগ নিই তাহলে এই দুর্নীতি অপসারণ করা কোনো কঠিন কাজ হবে না। শতভাগ না পারলেও অনেকাংশে আমরা সফল হতে পারব। দুর্নীতি নিশ্চয়ই কমবে এবং দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই জিরো টলারেন্সে বিশ্বাস করি। দুর্নীতি কমানোর জন্য যেসব ব্যবস্থা নেয়া প্রয়োজন যেসব ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনে গণমাধ্যমকর্মৗদের সঙ্গেও কথা বলে ঠিক করব। সাংবাদিকরা সমাজের প্রতিবিম্ব। আপনারা যে রিপোর্ট করেন সেই রিপোর্টের মাধ্যমে মানুষ জানতে পারে কোথায় দুর্নীতি হচ্ছে। সাংবাদিকদের সহযোগিতা লাগবে। আমি বারবার বলছি আমার কলিগদের সঙ্গে কথা বলে পরামর্শ করে কাজ করব। বিচার বিভাগে আমি যতদিন আছি দুর্নীতি রোধ করা, দুর্নীতি হ্রাস করা এবং মামলাজট নিরসনে কাজ করে যাব।
দেশবাসীর উদ্দেশ্যে নিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আমি দেশের মানুষ। দেশের নাগরিক হিসেবে বলতে পারি, সবার মধ্যে সহনশীলতা থাকা দরকার। সহনশীলতা যদি না থাকে তাহলে দেশের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। অবশ্যই যার যার চিন্তা থেকে মানুষ কথা বলবে। সেক্ষেত্রে সহনশীলতা বেশি প্রয়োজন। দেশের সব মানুষের কাছে সহনশীলতা আশা করছি।
আইনজীবীদের কাছে আশা করব আদালতের প্রতি তারা যেন যথাযথ সম্মান প্রদর্শন করেন। আদালতের কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য তারা যেন ‘অফিসার অব দ্য কোর্ট’ হিসেবে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন। আমি যেহেতু আইনজীবী ছিলাম সেহেতু আমি জানি অনেক ভালো আইনজীবী আছেন যারা বিচার বিভাগ নিয়ে চিন্তা করেন। আমি প্রয়োজনে তাদের সঙ্গেও কথা বলে বিচার বিভাগের কল্যাণের জন্য কাজ করব।
এর আগে গত ১২ সেপ্টেম্বর দেশের ২৪ বিচারপতি নিয়োগ করা হয় আপিল বিভাগের সিনিয়র বিচারপতি ওবায়দুল হাসানকে। সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে উল্লেখিত এখতিয়ার অনুযায়ী প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে এ পদে নিয়োগ দেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে তার এ নিয়োগ কার্যকর হবে।
উল্লেখ্য, বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ায় আগামি ২৫ সেপ্টেম্বর অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত