জেনেভা ক্যাম্পে বোমা হামলায় একজন নিহত
০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
রাজধানী মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সশস্ত্র গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে আবার কেঁপে ওঠে পুরো ক্যাম্প। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১২টা থেকে ১টার দিকে ৭ নং সেক্টরে একের পর এক বোমা বিস্ফোরণে আতঙ্কিত হয়ে ওঠে ক্যাম্পসহ আশপাশের বাসিন্দারা। দুর্বৃত্তদের অব্যাহত বোমা হামলায় রাজ নামে এক যুবক নিহত হন। নিহত যুবক কিছুটা বাক প্রতিবন্ধি। তবে সে নিজেও নেশাগ্রস্ত ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পের একটি রেস্তোরাঁয় বসে ছিলেন রাজ। সেসময় একদল লোক অস্ত্রসহ ক্যাম্পে প্রবেশ করেন। তাদের মধ্যে মুখোশ পরা এক ব্যক্তি এলোপাতাড়ি বোমা নিক্ষেপ করেন। এর একটি লেগে যায় রাজের গায়ে। এতে সেখানেই তার মৃত্যু হয়। এ ছাড়া বেশ কয়েকজন পথচারী বোমার আঘাতে আহত হয়েছেন বলে জানা যায়।
এদিকে একের পর এক বোমার শব্দে যখন সবাই আতঙ্কিত হয়ে পড়ে ঠিক সে সময়ে ক্যাম্পে অভিযান চালায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। রাতভর অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
তবে ক্যাম্পের চিহিৃত মাদক ব্যবসায়ী সন্ত্রাসী বুনিয়া সোহেলকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি শিহাব করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলার কোতয়ালী থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে সোহেলকে গ্রেফতার করে র্যাব-২ ও র্যাব-৯।
জানা গেছে, মোহাম্মদপুর থানায় ৩টি হত্যা মামলা, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ ১৮টি মামলার আসামি এই বুনিয়া সোহেল। বুনিয়া সোহেল জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের আব্দুস সালামের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ক্যাম্পটিতে গ্যাং কালচার চালু করেছেন। বেশ কিছুদিন যাবৎ ‘চুয়া সেলিম’ ও ‘বুনিয়া সোহেল’ দুই গ্রুপের মধ্যে মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ চলছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে ক্যাম্পে নিয়ে আসে দুই পক্ষই। সাম্প্রতিক কয়েকটি সংঘাতে এসব অস্ত্র হাতে মহড়া দিতে ও গুলি ছুড়তে দেখা গেছে সংঘাতে জড়ানো দুই পক্ষকেই।
গোলাগুলিতে জেনেভা ক্যাম্পেই গত দুই মাসে নিহত হয়েছেন পাঁচজন। আহত হয়েছেন অনেকেই।
##############
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কন্যার নাম প্রকাশ করলেন রণবীর-দীপিকা দম্পতি,দিয়েছেন মিষ্টি ছবি
তুরস্কে বিজয়ী বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন পীর সাহেব চরমোনাই
সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’র ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
শেরপুরে তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু
কাঁচা সড়কে জনদুর্ভোগ
দেরি করে ভাত দেওয়ায় হত্যা
গ্রামে প্রবেশের সড়ক নেই
বন্য হাতি হামলা
পলো বাওয়া উৎসব
গোদাগাড়ীর মহিশালবাড়ী হাটে ময়লার স্তূপ
কুয়াকাটায় ব্যবসা বাণিজ্যে গতি ফিরছে
গারো পাহাড়ে কলার আবাদ
সেতুর পনেরো শতাংশ কাজ করতেই প্রকল্পের মেয়াদ শেষ
ডেঙ্গুতে ১০ মাসে মৃত্যু ৩০০
বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এবং বাস্তবতা
স্বেচ্ছায় রক্ত ও চক্ষু দানকে উৎসাহিত করতে হবে
অনন্য চিন্তক-দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফ
বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে
বিদ্যুৎ সংকট আর্থ-সামাজিক অস্থিরতার কারণ হতে পারে
শার্শায় আফিল জুট উইভিং ফ্যাক্টরি শ্রমিক নিহত