জাল এফিডেভিটে তনিমা ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগ
০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
যশোরের শার্শার বসতপুরের মেসার্স আনোয়ার ফিলিং স্টেশনের মালিক জামাল হোসেনের বিরুদ্ধে জাল এফিডেভিটে তনিমা ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আদালতের সাবেক এক বিচারকের স্বাক্ষর জালিয়াতি করে এ প্রতারণার আশ্রয় নিয়েছেন তিনি। গত ৩০ অক্টোবর কাগজপুকুরের মেসার্স তনিমা ফিলিং স্টেশনের লিজ গ্রহিতা গোলাম মোরশেদকে দেয়া আদালতের ইনফরমেশন সিøপে এ তথ্য পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনকারীর আইনজীবী প্রবীর চক্রবর্তী।
আইনজীবী প্রবীর চক্রবর্তী জানিয়েছেন, শার্শার বেনাপোল এলাকার দ্বীন মোহাম্মদ খাঁ’র ছেলে গোলাম মোরশেদ ২০১৮ সালে যাদবপুর গ্রামের আব্দুল লতিফ খাঁ’র কাছ থেকে তার কাগজপুকুরের মেসার্স তনিমা ফিলিং স্টেশন লিজ নিয়ে জ্বালানি তেলের ব্যবসা করে আসছেন। সম্প্রতি বসতপুরের মেসার্স আনোয়ার ফিলিং স্টেশনের মালিক জামাল হোসেন এফিডেভিড সংক্রান্ত কিছু কাগজপত্র এনে দাবি করেন, ২০২১ সালের ১২ জুলাই আদালতে এফিডেভিডের মাধ্যমে আব্দুল লতিফ খাঁ’র কাছ থেকে মেসার্স তনিমা ফিলিং স্টেশন লিজ নিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলামের আদালত থেকে এফিডেভিডের মাধ্যমে এ চুক্তিপত্র করা হয়। বিষয়টি গোলাম মোরশেদ মেসার্স তনিমা ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফ খাঁ’কে অবহিত করলে তিনি জামাল হোসেনকে লিজ দেননি এবং আদালতে এ সংক্রান্ত কোনো অ্যাফিডেভিট করা হয়নি নিশ্চিত করেন। কথিত চুক্তিনামায় আব্দুল লতিফ খাঁ’র স্বাক্ষর জাল। এরপর সত্যতা যাচাইয়ের জন্য এফিডেভিডের ইনফরমশেন স্লিপ পাবার জন্য গত ৩০ অক্টোবর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন গোলাম মোরশেদ। পরে আদালতের সংশ্লিষ্ট বিভাগের নথি যাচাই করে জামাল হোসেনের এফিডেভিডের সত্যতা না পাওয়া যায়নি। গত ৩০ অক্টোবর আবেদনকারী গোলাম মোরশেদকে দেয়া ইনফরমেশন সিøপে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে।
আদালতের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, বিচারকের স্বাক্ষর জাল করে প্রতারণার আশ্রয় নেয়ায় মেসার্স আনোয়ার ফিলিং স্টেশনের মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কন্যার নাম প্রকাশ করলেন রণবীর-দীপিকা দম্পতি,দিয়েছেন মিষ্টি ছবি
তুরস্কে বিজয়ী বাংলাদেশের হাফেজ মুয়াজকে অভিনন্দন জানালেন পীর সাহেব চরমোনাই
সিলেট মহানগর ‘বৈষম্য বিরোধী হকার ঐক্য পরিষদ’র ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
শেরপুরে তারে জড়িয়ে বন্য হাতির মৃত্যু
কাঁচা সড়কে জনদুর্ভোগ
দেরি করে ভাত দেওয়ায় হত্যা
গ্রামে প্রবেশের সড়ক নেই
বন্য হাতি হামলা
পলো বাওয়া উৎসব
গোদাগাড়ীর মহিশালবাড়ী হাটে ময়লার স্তূপ
কুয়াকাটায় ব্যবসা বাণিজ্যে গতি ফিরছে
গারো পাহাড়ে কলার আবাদ
সেতুর পনেরো শতাংশ কাজ করতেই প্রকল্পের মেয়াদ শেষ
ডেঙ্গুতে ১০ মাসে মৃত্যু ৩০০
বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন এবং বাস্তবতা
স্বেচ্ছায় রক্ত ও চক্ষু দানকে উৎসাহিত করতে হবে
অনন্য চিন্তক-দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরফ
বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে ভারতের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে
বিদ্যুৎ সংকট আর্থ-সামাজিক অস্থিরতার কারণ হতে পারে
শার্শায় আফিল জুট উইভিং ফ্যাক্টরি শ্রমিক নিহত