ইইউ পার্লামেন্টে বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে আলোচনা
১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩২ এএম
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে আলোচনা এবং বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সের বৃহত্তম শহর স্ট্রাসবার্গে বুধবার এ বিতর্ক অুনষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের পাশাপাশি গুয়েতেমালা এবং আজারবাইজানের মানবাধিকার পরিস্থিতি ও গণতন্ত্র নিয়েও আলোচনা হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট এক কূটনীতিক জানিয়েছেন, ইউরোপীয় পার্লামেন্টের প্রাতিষ্ঠানিক কার্যালয় স্ট্রাসবার্গে অনুষ্ঠেয় প্লেনারি সেশনে ‘রেজ্যুলেশন অব হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে ৩ দেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। কূটনৈতিক সূত্র জানিয়েছে, ‘হিউম্যান রাইটস সিচুয়েশন ইন বাংলাদেশ’ শিরোনামে ইউরোপিয়ান পার্লামেন্ট ও কমিশনের রুল ১৪৪-এর আলোকে ওই আলোচনা এবং বিতর্ক হয়। সেখানে বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসনের ঘাটতি, এলিট ফোর্স র্যাব ও ডিবি পরিচয়ে রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণের হয়রানি, গুম-খুনের বিষয়টি আলোচনায় এসেছে।
উল্লেখ্য, ইউরোপিয়ান পার্লামেন্টে বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে প্রায়শই আলোচনা, বিতর্ক তথা প্রস্তাব আসে। এসব রেজ্যুলেশন নন-বাইডিং হলেও তা রেফারেন্স হিসেবে থেকে যায়, যা সংশ্লিষ্ট দেশের রাজনীতিতে বিদ্যমান অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চাপে বাড়তি মাত্রা যুক্ত করে। ২০১৪ সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর থেকে নিয়মিত বিরতিতে (দফায় দফায়) ইউরোপিয়ান পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে।
চলমান রাজনৈতিক সংকটের দ্রুত অবসান এবং একটি বিশ্বাসযোগ্য, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে শর্তহীন সংলাপের আয়োজন করতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে ইউরোপের ২৭ রাষ্ট্রের জোট ইইউ’র রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের আইন প্রণেতারা। পৃথিবীর সর্ববৃহৎ সংসদ ইউরোপিয়ান পার্লামেন্টে উত্থাপিত রেজ্যুলেশনে আসন্ন দ্বাদশ নির্বাচন যাতে নির্দলীয়, নিরপেক্ষ ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণে হয় সেই আহ্বান এবং সুপারিশ করা হয়েছে। প্রস্তাবটি পাস হলে বাংলাদেশের সংকট সমাধানের পথ সুগম হবে বলে আশা করছে রেজ্যুলেশন উত্থাপনের সহায়ক হিসেবে কাজ করা বাংলাদেশিরা।
উল্রেখ্য, গত জুনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভূমিকা রাখতে ইউরোপীয় পার্লামেন্টের ৬ সদস্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান জোসেপ বোরেলকে একটি চিঠি লিখেন। এতে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধ, চলমান সংকটের টেকসই ও গণতান্ত্রিক সমাধানের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনার কথা বলা হয়। সূত্র: মানবজমিন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত