সীতাকুন্ডে চিয়া সিডের প্রথম চাষেই সাফল্য
দেশের অন্যান্য স্থানের মত সীতাকু-েও চাষ হয়েছে ওষুধি গুণে সমৃদ্ধ সুপারফুড চিয়া সিড বীজ। উপজেলার মুরাদপুর ইউনিয়নের বাসিন্দা কৃষক মো. সলিম উদ্দিন উপজেলা কৃষি অফিসের পরামর্শে প্রথমবারের মত পরীক্ষা মূলকভাবে পুষ্টিগুণে ভরা চিয়া সিডের চাষ করেছেন। তিনি বলেন, দাম ভাল দেখে এবং পুষ্টিগুণ সম্পন্ন হওয়ায় বাড়ির অঙিনায় পরীক্ষা মূলকভাবে ৪ শতক জায়গায় চিয়া সিড বীজ চাষ করেছি। এতে ফলন অনেক...