পর্যটকরা ভেঙেছে হাতির পিঠ
মুদ্রাস্ফীতি অর্থনীতির পিঠ ভেঙে দেয় একথা আপনি জীবনে অন্তত একবার হলেও শুনেছেন এবং হয়তো নিজেও বলেছেন। কিন্তু শুনতে অবাক লাগলেও সত্য যে, থাইল্যান্ডের পর্যটকরা শক্তিশালী এবং বিশাল প্রাণী হাতির পিঠ ভেঙে দিয়েছে। বিদেশী মিডিয়ার মতে, ৭১ বছর বয়সী একটি হাতি ২৫ বছর ধরে পর্যটকদের জন্য কাজ করার সময় মেরুদণ্ডে আঘাত পেয়েছিল। হাতিতে চড়ার শখ মেটাতে এতে কমপক্ষে ৬ জন করে...