তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি
পানির অভাবে ধু ধু বালু চরে পরিণত হয়েছে সর্বগ্রাসী খরস্রোতা তিস্তা। এতে করে তিস্তা তীরবর্তী এলাকার জীববৈচিত্র চরম হুমকির মুখে পড়েছে। পানির অভাবে ইতোমধ্যে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় মরু প্রক্রিয়া শুরু হয়ে গেছে। থমকে গেছে মাঝি-মাল্লার কর্ম ব্যস্ততা। তিস্তার উজানে বাঁধ দিয়ে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে নেয়ায় তিস্তার এমন দুরাবস্থার সৃষ্টি হয়েছে। তিস্তায় পানি না থাকায় নদী কেন্দ্রীক কয়েক...