প্রশ্ন: রোজার অনুপম শিক্ষা কী শাওয়ালের ছয় রোজা?
উত্তর: দীর্ঘ একমাস সিয়াম- সাধনার পরবর্তী সময়ে যাতে মুসলিম উম্মাহ যাতে রোজার বিধানকে ভুলে না যায় সে জন্য সে জন্য প্রতি চান্দ্রমাসের ১৩ থেকে ১৫ তারিখের রোজা, আশুরার রোজা, ৯ জিলহজ আরাফার দিনের রোজাসহ অন্যান্য নফল রোজার বিধান রেখেছে ইসলাম। ফরজ নামাজের কমতিগুলো পোষাতে যেমন নফল নামাজ রয়েছে, তেমনি ফরজ রোজার পরও শাওয়ালের সুন্নত রোজা রয়েছে। এই নফলগুলো ফরজের ত্রুটিগুলোর...