আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
পূর্ববর্তী আলোচনায় কোরআনুল কারীমের আলোকে আম্বিয়া (আ:)-এর মীলাদনামার বর্ণনার দ্বারা-এই প্রশ্নের অসারতা প্রতিপন্ন হয়ে যায় যে, মীলাদে মোস্তফা (সা:)-এর শিরোনামে এতবড় আলোচনার কি কোন প্রয়োজন আছে যে, কিভাবে নূরে মোহাম্মাদী (সা:) হযরত আবদুল্লাহ (রা:)-এর পৃষ্ঠদেশে আগমন করেছে, হুযুর আকরাম (সা:)-এর বেলাদত কিভাবে হয়েছে ইত্যাদি। বস্তুুত : কোরআনুল কারীমে উল্লিখিত আম্বিয়ায়ে কেরামের মীলাদের অবস্থা ও ঘটনাবলী এবং বেলাদতের কাহিনী পাঠ করার...