প্রশ্ন: কুরবানির মধ্যেও কি শান্তির বার্তা নিহিত আছে?
উত্তর: কুরবানি মহান আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম । যেমন- আল্লাহ তায়ালা বলেন- “আমার নামাজ, আমার কুরবানি , আমার জীবন, আমার মৃত্যু একমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য”। সুরা আনআম ঃ ১৬২ । এটি একটি আর্থিক ইবাদত । আল্লাহ তায়ালা আরো বলেন-“তোমার প্রভূর সন্তুষ্টির জন্য নামাজ পড় এবং কুরবানি কর” সুরা আল-কাওছার, আয়াত নম্বর-২ । আর এই কুরবানির গোস্তের বিধান হলো:কুরবানির...