আল্লাহ যাদের প্রতি করুণার দৃষ্টি দেবেন না
পৃথিবীর সাধারণ নিয়ম হলো, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, উর্ধ্বতন কর্মকর্তা, ক্ষমতাধর ব্যক্তিত্ব বা বিত্তশালী কোনো লোকের কোনো ব্যক্তির প্রতি যদি দয়ার দৃষ্টি নিক্ষিপ্ত হয়, তাহলে তার ভাগ্য বদলে যায়। তার দুঃখ সুখে পরিবর্তিত হয়। সৌভাগ্যের দরজাগুলো তার জন্য উন্মুক্ত হয়ে যায়। অথচ মানুষের ক্ষমতা সসীম। আর মহাপরাক্রমশালী আল্লাহর ক্ষমতা অসীম! মহান আল্লাহ নভোম-ল ও ভূম-লের অধিপতি ও রাজাধিরাজ। তার কোন...