আমার নামাজ আমার অনুভূতি
রুকু হল সেজদার ভূমিকা। নামাজে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান রুকন সেজদার পূর্বে আমি রুকু আদায় করেছি। বিনয়ের সাথে আমাকে আমার রবের সামনে সপে দিয়েছি। তাঁর শ্রেষ্ঠত্ব বড়ত্ব তাঁর পবিত্রতা ঘোষনা করেছি। একটু পরেই আমি আমাকে রবের সামনে পুরোপুরি সপে দেব। এর আগে আমি বলছি সামিয়াল্লাহু লিমান হামিদাহ। অর্থাৎ যে ব্যক্তি মহান রবের তারিফ করে, মহান রব তা শোনেন। অন্য ভাবে...