অস্ট্রেলিয়ার ওপর ওকস তাণ্ডব
০৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে ইংলিশ পেসার ক্রিস ওকসের তাণ্ডবে তিনশ’র আগেই থামলো অস্ট্রেলিয়ার ইনিংস। গতকাল আহমেদাবাদে আগে ব্যাট করে মার্নাস লাবুশেনের হাফসেঞ্চুরিতে ৪৯.৩ ওভারে ২৮৬ রানে অলআউট হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। লাবুশেন সর্বোচ্চ ৭১ রান করেন। ইংল্যান্ড ওকস পান ৪ উইকেট নেন।
টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। ব্যাট হাতে দলকে ভালো সূচনা এনে দিতে পারেননি দুই অজি ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় ওভারেই ১০ বলে এক বাউন্ডারিতে ১১ রান করা হেডকে আউট করেন পেসার ওকস। বেশি দূর যেতে পারেননি ওয়ার্নারও। ৫.৪ ওভারে দলীয় ৩৮ রানে ওকসের শিকার হন তিনি। ফেরার আগে ১৬ বলে একটি করে চার ও ছয়ের মারে করেন ১৫ রান।
৩৮ রানের দুই ওপেনারকে হারানোর পর অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরান স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেন। দেখেশুনে খেলে ৯৬ বলে দলীয় সংগ্রহে ৭৫ রান যোগ করেন তারা। ইনিংসের ২২তম ওভারে স্মিথ-লাবুশেনের জুটি ভেঙ্গে ইংল্যান্ডকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার আদিল রশিদ। ৩ চারের মারে ৫২ বলে ৪৪ রান তুলে আউট হন স্মিথ। তিনি আউট হওয়ার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ১১৩। স্মিথের পর পাঁচ নম্বরে নামা জশ ইংলিশকে ৩ রানে আউট করে অস্ট্রেলিয়ান শিবিরে দ্বিতীয় আঘাত হানেন রশিদ। এতে দলীয় ১১৭ রানে ৪ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে অজিরা।
চতুর্থ উইকেটে ক্যামেরন গ্রিনকে নিয়ে দলকে চাপমুক্ত রাখার চেষ্টা করেন লাবুশেন। হাফসেঞ্চুরির জুটি গড়ার পথে নিজেও ওয়ানডেতে দশম অর্ধশতক তুলে নেন লাবুশেন। ৩৩তম ওভারে লাবুশেনকে শিকার করে জুটি ভাঙ্গেন ইংলিশ পেসার মার্ক উড। ৭টি চারে ৮৩ বলে ৭১ রান করে আউট হন লাবুশেন। আউট হওয়ার আগে গ্রিনের সঙ্গে লাবুশেন ৫৯ বলে ৬১ রান যোগ করেন দলীয় সংগ্রহে।
দলীয় ১৭৮ রানে পঞ্চম ব্যাটার হিসেবে লাবুশেন আউট হওয়ার পর অস্ট্রেলিয়ার রান ২শ পার করেন গ্রিন ও মার্কাস স্টয়নিস। হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন গ্রিন। ৪০.৪ ওভারে পেসার ডেভিড উইলির প্রথম শিকার হওয়ার আগে ৫টি চারের মারে ৫২ বলে ৪৭ রান করেন গ্রিন। দলের রান আড়াইশ হওয়ার আগে নিজ নামের পাশে ৩৫ রান নিয়ে প্যাভিলিয়নে ফেরেন স্টয়নিস। ইনিংসের ৪৪তম ওভারের মধ্যে স্বীকৃত ব্যাটারদের বিদায়ের পরও লোয়ার অর্ডারদের দৃঢ়তায় চ্যালেঞ্জিং সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। শেষের দিকে অ্যাডাম জাম্পা ১৯ বলে চার বাউন্ডারির মারে ২৯ রান, অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক ১০ রান করে করেন। ফলে ৩ বল বাকী থাকতে ২৮৬ রান তোলে অলআউট হয় অজিরা।
ইংল্যান্ডের ওকস ৫৪ রানে ৪টি, উড ও রশিদ যথাক্রমে ৭০ এবং ৩৮ রানে পান ২টি করে উইকেট।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত