প্রথম সেঞ্চুরিতে ইব্রাহিমের ইতিহাস
০৮ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম | আপডেট: ০৮ নভেম্বর ২০২৩, ১২:০৮ এএম
২০১৫ আসরে স্কটল্যান্ডের বিপক্ষে সামিউল্লাহ শেনওয়ারি খেলেছিলেন ৯৬ রানের এক অনবদ্য ইনিংস। ওয়ানডে বিশ্বকাপে সেটিই এতদিন ছিল আফগানিস্তানের সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস। দুই আসর পেরিয়ে এবার ভারতের বিপক্ষেই ইতিহাসের খুব কাছে গিয়েও হাতছাড়া করেছেন হাশমতউল্লাহ শহীদি। তবে অধিনায়কের সেই আক্ষেপ ভারত আসরেই মিটিয়ে দিয়েছেন ইব্রাহিম জাদরান। আফগানিস্তানের হয়ে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন এই ওপেনার। গতকাল মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক ছোঁয়া ইনিংসে ইব্রাহিম খেলেছেন ১৪৩ বলে অপরাজিত ১২৯ রানের ইনিংস। ব্যাট ক্যারি করা তার ইনিংসটি ৮ চারের সঙ্গে ৩টি ছক্কায় মোড়ানো।
এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে জশ হেইজেলউডের অফ স্টাম্পে গুড লেংথ ডেলিভারি সোজা কাভারের ফিল্ডার বরাবর খেলেই রানের জন্য ছুটেছিলেন ইব্রাহিম। অল্পের জন্য বেঁচে যান রান আউটের কবল থেকে। তবে সেই ধাক্কা সামলে ওভার থ্রোয়ে আরেক রান নিয়েই পৌঁছে ৯৯ থেকে ১০১ রানে। প্রথম ব্যাটসম্যান হিসেবে দেশটির হয়ে সেঞ্চুরির অনন্য কীর্তি গড়ার উচ্ছ্বাসে হেলমেট খুলে ব্যাট উঁচিয়ে ধরলেন গ্যালারির দিকে। এখানেই শেষ নয়। এই সংস্করণে ‘ক্যারিং দ্য ব্যাট থ্রু দ্য ইনিংস’ অর্থাৎ আদ্যোপান্ত ব্যাটিং করা প্রথম আফগান ক্রিকেটার তিনি। বিশ্বকাপে সব মিলিয়ে তার আগে এই কীর্তি রয়েছে স্রেফ দুজনের; ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও গত আসরে শ্রীলঙ্কার দিমুথ কারুনারাত্নে।
টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের চতুর্থ বলে ৩ রান নিয়ে যাত্রা শুরু করেন ইব্রাহিম। তৃতীয় ওভারে মিচেল স্টার্কের বলে কাভার ড্রাইভে মারেন প্রথম বাউন্ডারি। অষ্টাদশ ওভারে স্টার্কের বলে ব্যাটের বাইরের কানায় লেগে পাওয়া বাউন্ডারিতে ফিফটি স্পর্শ করেন আফগান ওপেনার, ৬২ বলে। ফিফটির পর কিছুটা খোলসে ঢুকে যান ইব্রাহিম। পঞ্চাশ থেকে একশতে যেতে তার লেগে যায় আরও ৬৯ বল। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার পঞ্চম সেঞ্চুরি। আফগানদের হয়ে এই সংস্করণে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু মোহাম্মদ শাহজাদ ও রহমানউল্লাহ গুরবাজের। দুজনেরই ৬টি করে।
সেঞ্চুরি ছোঁয়ার পর অ্যাডাম জ্যাম্পার বলে প্রথম ছক্কা মারেন ইব্রাহিম। পরে স্টার্ক ও কামিন্সের বলে একবার করে উড়িয়ে বল পাঠান সীমানার ওপারে। তার সেঞ্চুরির সৌজন্যে ৫ উইকেটে ২৯১ রান করে আফগানিস্তান। বৈশ্বিক টুর্নামেন্টে এটিই তাদের সর্বোচ্চ দলীয় স্কোর। গত আসরে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৩ রানে হারা ম্যাচে তারা করেছিল ২৮৮ রান। তবে এবার আর সেই আক্ষেপে পুড়তে হয়নি। বরং ইতিহাস গড়ে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে রশিদ-নবিরা। সেটিও বিশ্বকাপের মতো আসরে। এর আগে সাবেক আরো তিন বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কাকেও হারালো নেদারল্যান্ডস জয় করা আফগানিস্তান। তাতে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার স্বপ্নে আরো এক ধাপ এগিয়ে গেল যুদ্ধ-বিধ্বস্ত দেশটি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
বগুড়ায় কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ৪
মতিঝিলে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকার তেলসহ পিকআপ ছিনতাই
ডাকসু নিয়ে ৩৭৭ সংস্কার প্রস্তাব ঢাবি ছাত্রদলের
গাজীপুরে থানায় ব্যবসায়ীকে আটক করে ২ লাখ টাকা ঘুষ নিলো ওসি
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অফিস অবরোধের ঘোষণা চাকরি বঞ্চিতদের
শামীম ওসমান-নানক পরিবারের বিরুদ্ধে দুই মামলা
বায়ু দূষণে আবারও শীর্ষে ঢাকা
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত